রাস্তা সংস্কারের দাবিতে নেহেম্বা এলাকায় পথ অবরোধ, প্রধান বিষয়টি ব্লক প্রশাসনের কাছে তুলে ধরবেন বলে আশ্বাস

0
29

শীতল চক্রবর্তীবালুরঘাট ৩১ জানুয়ারি, দক্ষিণ দিনাজপুর।বেহাল রাস্তা সংস্কারের দাবিতে শনিবার পথ অবরোধে নামলেন অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের নেহেম্বা এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে রাস্তার দুরবস্থার কারণে স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনের উপর আস্থা হারিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা এই আন্দোলনে সামিল হন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের অন্তর্গত অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের নেহেম্বা এলাকায়।এলাকাবাসীদের অভিযোগ,বহুদিন ধরেই নেহেম্বা এলাকার প্রধান রাস্তাটি চরম বেহাল অবস্থায় রয়েছে। ওই রাস্তায় চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। অথচ এই এলাকায় রয়েছে নার্সারি স্কুল থেকে শুরু করে একটি হাইস্কুল, পাশাপাশি রয়েছে একাধিক সরকারি দপ্তরও। গুরুত্বপূর্ণ এই রাস্তার এমন অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমছিল এলাকাবাসীদের মধ্যে।
স্থানীয়দের আরও অভিযোগ,অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের এলাকা হওয়া সত্ত্বেও নেহেম্বায় উন্নয়নের কোনও ছোঁয়া নেই।একাধিকবার গ্রাম পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে রাস্তা সংস্কারের বিষয়টি জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি বাসিন্দাদের।
এবিষয়ে আন্দোলনকারী স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন,“বারবার জানানো সত্ত্বেও রাস্তা সংস্কারে কোনও উদ্যোগ নেওয়া হয়নি।তাই আমরা বাধ্য হয়েই এই আন্দোলনে নেমেছি।প্রয়োজনে আমরা বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটব।”
অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।পরে অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান বিষয়টি ব্লক প্রশাসনের কাছে তুলে ধরবেন বলে আশ্বাস দিলে দীর্ঘ সময় পর অবরোধ তুলে নেন এলাকাবাসীরা।
এবিষয়ে গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল বলেন,“বিষয়টি সম্পর্কে শুনেছি। খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এখন দেখার বিষয়, কবে নাগাদ প্রশাসন এই বেহাল রাস্তা সংস্কারের কাজে হাত দেয় এবং কবে মিলবে দীর্ঘদিনের সমস্যার সমাধান সেদিকেই তাকিয়ে রয়েছেন নেহেম্বা এলাকার বাসিন্দারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here