ভোটের আগে কুমারগঞ্জে কৃষক সংগঠনে রদবদল, শক্তি বাড়াল কিষান ক্ষেতমজুর তৃণমূল

0
38

বালুরঘাট, ২৯ জানুয়ারী —– বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে কুমারগঞ্জে কৃষক সংগঠনকে আরও শক্তিশালী করতে মাঠে নামল দক্ষিণ দিনাজপুর জেলা কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বিকেলে কুমারগঞ্জ ব্লক কার্যালয়ে আয়োজিত এক সাংগঠনিক বৈঠকে আনুষ্ঠানিক ভাবে নতুন ব্লক কমিটির ঘোষণা করেন সংগঠনের জেলা সভাপতি শাহেনশা মোল্লা। এদিন ৮৩ জন সদস্যের বৃহৎ ব্লক কমিটি গঠিত হয়। আগে যেখানে সদস্য সংখ্যা ছিল ৪৩, সেখানে নতুন করে আরও ৪০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি উত্তম মণ্ডল, ব্লক চেয়ারম্যান আশরাফ আলী মণ্ডল-সহ সংগঠনের জেলা ও ব্লক স্তরের একাধিক নেতৃত্ব। নেতৃত্বদের বক্তব্যে স্পষ্ট—ভোটের আগে গ্রামভিত্তিক সংগঠনকে মজবুত করাই এই সম্প্রসারণের মূল লক্ষ্য।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষকদের স্বার্থে রাজ্য সরকারের ভূমিকার কথা তুলে ধরেন শাহেনশা মোল্লা। তিনি জানান, চলতি মরশুমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রায় আড়াই লক্ষ কৃষকের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাঁদের জন্য ৮০ কোটি টাকার বীমা সহায়তা ঘোষণা করা হয়েছে, যা সরাসরি কৃষকদের হাতে পৌঁছবে।
একইসঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। অভিযোগ, পিএম কিষান যোজনা থেকে প্রায় ৩০ লক্ষ কৃষকের নাম বাদ দেওয়া হয়েছে। শাহেনশার মন্তব্য, “একদিকে রাজ্য সরকার বিপন্ন কৃষকদের রক্ষা করছে, অন্যদিকে বিজেপি সরকার কেন্দ্রীয় প্রকল্প থেকে লক্ষ লক্ষ কৃষককে বঞ্চিত করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here