আলিপুরদুয়ার: বুধবার সন্ধ্যায় জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সন্ধ্যাকালীন পর্বে ছিল এক বিশেষ ও ব্যতিক্রমী আয়োজন ঐতিহ্যবাহী পুতুল নাচ। আধুনিকতার ভিড়ে আজ প্রায় হারিয়ে যেতে বসা এই শিল্পকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে পরিবেশিত হয় দেশাত্মবোধক ভাবনায় নির্মিত পুতুল নাচ ‘ক্ষুদিরামের দেশ’। পুতুলের নিখুঁত নড়াচড়া, আবেগঘন উপস্থাপনা ও দেশপ্রেমে ভরপুর কাহিনি দর্শকদের মন ছুঁয়ে যায়। স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ ও দেশপ্রেমের আদর্শ শিল্পীর দক্ষ পরিবেশনায় জীবন্ত হয়ে ওঠে ওই মঞ্চে। এই পরিবেশনার মধ্য দিয়ে শুধু বিনোদনই নয়, শিক্ষামূলক বার্তাও তুলে ধরা হয়। হারিয়ে যেতে বসা পুতুল নাচ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই আয়োজন বিশেষভাবে প্রশংসিত হয়। সন্ধ্যার এই পুতুল নাচের আসর জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ করে এক আলাদা মাত্রা ও ঐতিহ্যের ছোঁয়া।


























