মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রয়াসে বাংলার বাড়ি আবাসন প্রকল্পে দ্বিতীয় পর্বের টাকা দেওয়া শুরু হয়েছে গোটা রাজ্যজুড়ে। গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকে শুরু হয়েছে দ্বিতীয় পর্বের টাকা দেওয়া। বুধবার দুপুরে বংশীহারী ব্লকের টাঙ্গন সভাকক্ষে বাংলার বাড়ির আবাসন প্রকল্পের বেনিফিসারীদের দেওয়া হলো শুভেচ্ছা বার্তা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বংশীহারী ব্লকের বিডিও অসিত কুমার বিশ্বাস, বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ, মৎস্য কর্মদক্ষ নিত্যাশিশ মজুমদার জয়েন্ট বিডিও সহ বংশীহারী ব্লকের একাধিক কর্মীরা ও বেনিফিশারি রা উপস্থিত ছিলেন। জানা গিয়েছে বংশীহারী পঞ্চায়েত সমিতির চারটি অঞ্চল জুড়ে সর্বমোট ২৩৯৪ জন বেনিফিশারিকে বাংলার আবাসন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে।
এই বিষয়ে বংশীহারী ব্লকের বিডিও অসিত কুমার বিশ্বাস ও পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ জানিয়েছেন আমরা আমাদের ব্লক থেকে ২৩৯৪ জন বেনিফিশারিকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে গোটা রাজ্যের সঙ্গে। আমরা সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা দিলাম বেনিফিশারিদের।


























