এসআইআর হেয়ারিং চলাকালীন অসুস্থ আধিকারিক, চাঞ্চল্য গঙ্গারামপুর বিডিও অফিসে

0
80

শীতল চক্রবর্তী বালুরঘাট ২৮ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর:এসআইআর হেয়ারিং চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন এক আধিকারিক। ঘটনাকে ঘিরে বুধবার দুপুর দু’টো নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বিডিও অফিস চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অসুস্থ আধিকারিককে দ্রুত বিডিও সহযোগিতায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।
জানা গেছে, অসুস্থ আধিকারিকের নাম অমিয় রঞ্জন রায়। তিনি গঙ্গারামপুর বিডিও অফিসের কর্মী। বুধবার সকাল থেকেই এসআইআর হেয়ারিং উপলক্ষে বিডিও অফিস চত্বরে প্রচুর মানুষ ভিড় জমান। নির্ধারিত সময় অনুযায়ী কর্তব্যরত আধিকারিকরা শুনানির কাজ শুরু করেন। অন্যান্য কর্মীদের সঙ্গে অমিয় রঞ্জন রায়ও হেয়ারিং নেওয়ার দায়িত্বে ছিলেন।
দুপুরের দিকে হেয়ারিং চলাকালীন আচমকাই অসুস্থ বোধ করেন অমিয় বাবু। কিছুক্ষণের মধ্যেই তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লে অফিস চত্বরে হইচই শুরু হয়। বিষয়টি নজরে আসতেই সহকর্মীরা দ্রুত তাঁর কাছে ছুটে যান এবং প্রাথমিক সহায়তা দেওয়ার চেষ্টা করেন।
পরিস্থিতির গুরুত্ব বুঝে তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এই আকস্মিক ঘটনার জেরে কিছু সময়ের জন্য গঙ্গারামপুর ব্লক অফিসে এসআইআর হেয়ারিংয়ের কাজ ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় প্রশাসনিক কাজকর্ম শুরু হয়।
এপ্রসঙ্গে গঙ্গারামপুর ব্লকের বিডিও অপিতা ঘোষাল বলেন,“হেয়ারিং চলাকালীন আমাদের এক আধিকারিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সাময়িক বিরতির পর পুনরায় এসআইআর হেয়ারিংয়ের কাজ শুরু করা হয়েছে।”
গঙ্গারামপুর ব্লক তৃণমূলের সভাপতি শঙ্কর সরকার অভিযোগ করে বলেন,”যা হচ্ছে সব ইলেকশন কমিশনের জন্য হচ্ছে।মানুষজনের হয়রানির পাশাপাশি এবার আধিকাধিকেরাও হয়রানির মধ্যে পড়ছেন।” হেয়ারিং করতে আসা এক বাসিন্দা জানালেন,”আমার আমার কাগজপত্র ঠিক থাকলেও ডেকে পাঠানো হয়েছে।কি আর বলবো।” ঘটনাকে কেন্দ্র করে বিডিও অফিস চত্বরে কিছু সময়ের জন্য উদ্বেগের পরিবেশ তৈরি হলেও প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here