জাখিরপুর হাই স্কুলে নেশা ও বাল্যবিবাহমুক্ত জেলা গঠনে বিশেষ আলোচনা সভা

0
27

দক্ষিণ দিনাজপুর জেলার জাখিরপুর হাই স্কুলে নেশামুক্ত সমাজ গঠন ও বাল্যবিবাহমুক্ত জেলা গড়ে তোলার লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা সমাজ কল্যাণ দপ্তর ও বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় অনুষ্ঠিত এই সভাটি যৌথভাবে পরিচালনা করে মধ্যরামকৃষ্ণপুর গ্রামীণ উন্নয়ন সমিতি ও শক্তি বাহিনী।
অনুষ্ঠানের সূচনা করেন জাখিরপুর হাই স্কুলের প্রধান শিক্ষক সুশান্ত সরকার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। সমাজ থেকে নেশা ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি দূর করতে হলে সচেতনতার সূচনা অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই হওয়া জরুরি। অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিল
সভায় দক্ষিণ দিনাজপুর পুলিশ কমিউনিটি ডেভেলপমেন্ট সেলের পক্ষ থেকে সাইবার ক্রাইম সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয় এবং পড়ুয়াদের ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতন করা হয়।
আলোচনা সভায় শক্তি বাহিনীর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মিজানুর রহমান বলেন, নেশা ও বাল্যবিবাহমুক্ত জেলা গড়ে তুলতে প্রশাসন, স্বেচ্ছাসেবী সংস্থা ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। কিশোর-কিশোরীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন। শক্তি বাহিনীর পক্ষ থেকে দেবু সরকারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়াও মধ্যরামকৃষ্ণপুর গ্রামীণ উন্নয়ন সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন কেয়া কর্মকার ও রুজিনা খাতুন। তাঁরা বলেন, বাল্যবিবাহ একটি গুরুতর সামাজিক ব্যাধি, যা কন্যাশিশুর মৌলিক অধিকার লঙ্ঘন করে। পরিবার ও সমাজ একযোগে এগিয়ে এলে তবেই এই সমস্যা নির্মূল করা সম্ভব।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং নেশা ও বাল্যবিবাহবিরোধী সমাজ গঠনে নিজেদের দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here