হাতে ‘এম + ই’ লেখা নিয়ে প্রেমঘটিত বিবাদ, কুশমন্ডিতে আ*ত্মঘাতী অষ্টম শ্রেণির ছাত্রী
শীতল চক্রবর্তী, কুশমন্ডি ২৭ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর।স্কুলে পড়াশোনার সময় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল অষ্টম শ্রেণির এক ছাত্রী। ইচ্ছাকৃতভাবে নিজের হাতে প্রেমিকের নামের আদ্যক্ষরসহ ‘এম + পি’ লিখে রাখে সে। সেই লেখাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয় বলে অভিযোগ। সেই ঘটনার বিবাদের জেরেই আত্মঘাতী হলো ওই ছাত্রী বলে অভিযোগ পরিবারের।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার অন্তর্গত মিনাপাড়া এলাকায়। বাড়িতে ঝুলন্ত অবস্থায় অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে বুধবার দশটায় ঘটনাটি দেখতে পান পরিবারের সদস্যরা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ছাত্রীর নাম ইয়েসমিনা পারভীন (১৬)। সে মিনাপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা আনারুল ইসলাম সংসার চালানোর তাগিদে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
এদিন সকালে টিউশন পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায় ইয়েসমিনা বলে তার পরিবার সূত্রে জানা গেছে। পরে সে টিউশনি পড়ে স্কুলে না গিয়ে বাড়িতে ফিরে এসে নিজের ঘরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলে পরিবারের অভিযোগ।
মৃতের আত্মীয় শাহনাজ বিবি, রাবিনা খাতুন ও জিয়াউল রহমান অভিযোগ করে বলেন,“মেয়ের হাতে ‘এম +ই’ লেখা ছিল। সেই লেখাটা কেউ পুড়িয়ে দিয়েছে বলে মনে হচ্ছে। সম্ভবত কোনও ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে ঝামেলার কারণেই সে এই চরম সিদ্ধান্ত নিয়েছে। আমরা থানায় অভিযোগ জানাব এবং দোষীদের কঠোর শাস্তির দাবি করছি।”
ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার জানান,
“ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃত ছাত্রীর পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে।
Home দক্ষিণ দিনাজপুর কুশমন্ডি প্রেমঘটিত বিবাদ, কুশমন্ডিতে ঝু*লন্ত অবস্থায় উদ্ধার অষ্টম শ্রেণির ছাত্রী























