চর দখল ঘিরে উত্তাল পতিরাম, বালি মাফিয়ার বিরুদ্ধে রুখে ট্রাক্টর আটকে বিক্ষোভ গ্রামবাসীর, ঘেরাও পুলিশ

0
94

বালুরঘাট, ২৭ জানুয়ারী —– চর দখলকে কেন্দ্র করে বালি মাফিয়া ও গ্রামবাসীদের বাদানুবাদে তুমুল উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুরের পতিরাম সংলগ্ন হরিহরপুর এলাকায়। মঙ্গলবার সকাল থেকেই পরিস্থিতি ক্রমশ চরমে ওঠে। বালি ও মাটি বহনকারী ট্রাক্টর আটকে বিক্ষোভে শামিল হন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পতিরাম থানার পুলিশ। পুলিশ পৌঁছতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা তাদের ঘেরাও করে প্রতিবাদ জানাতে থাকেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পতিরামের হরিহরপুর ও পার পতিরাম এলাকায় আত্রেয়ী নদীর বুকে বিশাল চর তৈরি হয়েছে। প্রায় দুশো একর বিস্তীর্ণ এই চরের দখল নিয়েই দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। গ্রামবাসীদের দাবি, ওই জমির বৈধ কাগজপত্র তাদের হাতে রয়েছে। অথচ বালি মাফিয়ারা জোর করে সেখানে ঢুকে মাটি ও বালি তুলে নিয়ে যাচ্ছে।
বাসিন্দা বাসুদেব সরকার ও অসীম দাসদের অভিযোগ, প্রায় দুশো একর চরের জায়গা যার কাগজপত্র রয়েছে তাদের কাছে। সেখান থেকে বালি মাফিয়ারা জোর করে মাটি ও বালি তুলে নিয়ে যাচ্ছে। প্রতিবাদ জানাতে গেলে তাদের প্রাননাশের হুমকি দিচ্ছে। ভয় দেখিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিয়ে দিনের পর দিন চর থেকে বালি লুঠ করা হচ্ছে বলে তাদের দাবি। মঙ্গলবার সেই অত্যাচারের প্রতিবাদেই ট্রাক্টর আটকে আন্দোলনে নামেন গ্রামবাসীরা।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ হস্তক্ষেপ করে। দীর্ঘ আলোচনা শেষে আপাতত এলাকায় ট্রাক্টর চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
পতিরাম থানার ওসি সৎকার সাংবো জানিয়েছেন, চর নিয়ে একটা ঝামেলা তৈরি হলেও পরবর্তীতে পরিস্থিতিতে স্বাভাবিক করা হয়েছে। এলাকায় ট্রাক্টর চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
চর ঘিরে এই সংঘাত আগামী দিনে কোন দিকে মোড় নেয়, তা নিয়েই এখন উদ্বেগে স্থানীয় বাসিন্দারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here