শীতল চক্রবর্তী
বালুরঘাট, ২৭ জানুয়ারি | দক্ষিণ দিনাজপুর
দিনের আলোয় সোনার দোকানে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ গঙ্গারামপুর থানার ফুলবাড়ি এলাকার একটি সোনার দোকানে এই দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ী মহলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়ি বাসিন্দা অরুণ মজুমদারের ফুলবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি সোনার দোকান রয়েছে। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও তিনি দোকান খুলে ক্রেতাদের অপেক্ষায় ছিলেন। দুপুর সাড়ে ১২টা নাগাদ দু’জন ব্যক্তি ক্রেতা সেজে তাঁর দোকানে আসে। ক্রেতা আসায় স্বাভাবিকভাবেই খুশি হয়েছিলেন দোকানদার। কিন্তু যে তারা দুষ্কৃতী, তা একেবারেই বুঝতে পারেননি তিনি।
অভিযোগ, একজন দুষ্কৃতী দোকানের বাইরে অবস্থান করছিল, অপরজন দোকানের ভিতরে ঢুকে অরুণ মজুমদারের কাছে সোনার অলংকার দেখাতে বলে। সেই সময় সুযোগ বুঝে কয়েক লক্ষ টাকার সোনার গহনা নিয়ে চম্পট দেয় তারা। দোকানদার কিছু বুঝে ওঠার আগেই দু’জন দুষ্কৃতী এলাকা ছেড়ে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি, আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
দিনের আলোয় এমন ছিনতাইয়ের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার পর দোকানের সামনে ভিড় জমায় এলাকাবাসীরা। এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরাও।
এবিষয়ে গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক সুভতোষ সরকার জানান,
“পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।”























