শীতল চক্রবর্তী, তপন ১৭ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর ।
১৭-১৮ই জানুয়ারি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌর উৎসবকে ঘিরে উৎসাহ–উদ্দীপনার আবহে শনিবার তপন ব্লকে বিশাল মোটরবাইক র্যালির আয়োজন করল দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লক তৃণমূল কংগ্রেস(গঙ্গারামপুর বিধানসভার)দলীয় নেতা–কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিতে র্যালিটি ঘিরে এলাকাজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।শনিবার দুপুর প্রায় ১টা নাগাদ তপন ব্লকের আজমাতপুর গ্রাম পঞ্চায়েতের বটতলা এলাকা থেকে প্রায় ২৫০টি মোটরবাইক নিয়ে র্যালিটি শুরু হয়।র্যালির নেতৃত্ব দেন তপন ব্লক তৃণমূল কংগ্রেস “(গঙ্গারামপুর বিধানসভার)” সভাপতি সমীর রাহা।
র্যালিটি আজমাতপুর বটতলা থেকে শুরু হয়ে শ্যামনগর,নয়াবাজার ও বোরডাঙ্গি এলাকা পরিক্রমা করে গঙ্গারামপুর নিউ মার্কেটে এসে শেষ হয়। গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রের আহবানে গঙ্গারামপুর পৌর উৎসবকে সাফল্যমন্ডিত গড়ে তোলার জন্য তপন ব্লক তৃণমূল কংগ্রেস(গঙ্গারামপুর বিধানসভার) সভাপতি সমীর রাহা সহ প্রচুর পরিমাণে তৃণমূল কর্মী সমর্থকরা সেই অনুষ্ঠানে হাজির হতে মোটরসাইকেল নিয়ে রাস্তার দু’ধারে মোটর বাইট মিছিল করে আসতে দেখা যায়।তাদের এই মিছিলকে দেখে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা বহু সাধারণ মানুষজন হাত নেড়ে ও উচ্ছ্বাসের সঙ্গে র্যালিকে স্বাগত জানান।
এদিনের মোটরবাইক র্যালির প্রথম সারিতে সমীর রাহার সঙ্গে উপস্থিত ছিলেন আজমাতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রামপ্রসাদ রায়,তৃণমূল নেতা অসিত সরকার,তপন ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি “(গঙ্গারামপুর বিধানসভা)” জয়নাল সরকার,তপন ব্লক “গঙ্গারামপুর বিধানসভা” মহিলা তৃণমূল নেত্রী মামনি রায়,তপন ব্লক তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট “গঙ্গারামপুর বিধানসভা” গোলাম রশিদ সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।সকলে মিলেই শৃঙ্খলাবদ্ধভাবে মিছিলে অংশগ্রহণ করেন।
তৃণমূল নেতা কর্মীদের কথায়,গঙ্গারামপুর পৌর উৎসবের সঙ্গে সাধারণ মানুষের আরও ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তুলতেই এই মোটরবাইক র্যালির আয়োজন করা হয়েছে। উৎসবের আবহে এই র্যালি এলাকাজুড়ে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করে।
এবিষয়ে তপন ব্লক তৃণমূল কংগ্রেস(গঙ্গারামপুর বিধানসভার)সভাপতি সমীর রাহা বলেন,“মানুষ উন্নয়নের সঙ্গেই রয়েছে।তাই গঙ্গারামপুর পৌর উৎসবে শামিল হতে আমরা বিরাট আকারে এই বাইক মিছিলের আয়োজন করেছি।”
এদিনের মোটরবাইক র্যালিতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
Home দক্ষিণ দিনাজপুর তপন গঙ্গারামপুর পৌর উৎসবকে কেন্দ্র করে তপনের তৃণমূলের বিশাল মোটরবাইক র্যালির আয়োজনে তৃণমূল...


























