চাকুলিয়ায় অগ্নিগর্ভ পরিস্থিতি, শুক্রবার ১৯ জনকে গ্রেফতার করে পুলিশ

0
119

উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায় SIR নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতির পর পুলিশ এক জন মহিলা সহ মোট ১৯ জন কে শুক্রবার গ্রেফতার করে। ধৃতদের আজকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়।।চাকুলিয়া (গোয়ালপোখর ২) বিডিও অফিস: এসআইআর হট্টগোলের কারণে, জারি করা নোটিশের শুনানির কাজ বন্ধ হয়ে আছে, বিডিও অফিসে অন্যান্য কাজও বন্ধ হয়ে আছে। তবে, বিডিও সুজয় ধর অফিসে এসেছেন। ধীরে ধীরে, কর্মীরা বিডিও অফিসে আসতে শুরু করেছেন। কিন্তু, সমস্ত কম্পিউটার এবং অন্যান্য সরঞ্জাম নষ্ট হয়ে যাওয়ায় কাজ হচ্ছে না বিডিও অফিসে পরিষ্কারের কাজ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here