কালী মন্দিরে পুজো দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের (গঙ্গারামপুর বিধানসভা) রামচন্দ্রপুর অঞ্চলে উন্নয়নের সংলাপ নিয়ে নির্বাচনি প্রচারের কায়দায় বাড়ি বাড়ি ঘুরে মুখ্যমন্ত্রীর জনমুখি প্রকল্প তুলে ধরলেন তৃণমূল নেতা কর্মীরা।
শীতের পারদ যতই পড়ুক না কেন। দিন যত যাচ্ছে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক পারদ তুঙ্গে উঠছে। বাড়ছে রাজনৈতিক চাপান উতোর। চলছে দেয়াল লিখনের লড়াই। তুলে ধরা হচ্ছে উন্নয়নের খতিয়ান। আর এই উন্নয়নের খতিয়ান তুলে ধরতে আগে ভাগে ময়দানে নেমে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
বুধবার বেলা ১২টা বাজতে তপন ব্লকের (গঙ্গারামপুর বিধানসভা) রামচন্দ্রপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ উন্নয়নের সংলাপ নিয়ে বাড়ি বাড়ি প্রচারের আয়োজন করা হয়। তার আগে ভিকাহারে বোল্লা কালী মন্দিরে পুজো দেওয়া দেন তৃণমূল নেতা কর্মীরা। ভিকাহারে মিছিল করে জন সংযোগ বাড়ানো হয়।এরপর তৃণমূল কর্মীরা পৌঁচ্ছান কাটিলডাঙা ও হাজরাবাড়ি গ্রামে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সহ উন্নয়নের পাঁচালি তুলে ধরেন। গ্রামবাসীদের মধ্যে বিলি করা হয় মুখ্যমন্ত্রীর উন্নয়নের পাঁচালির নোট বুক। এতে গ্রামবাসীদের মধ্যে ব্যাপাক সাড়া ফেলে। হাজরা বাড়ির পাশাপাশি ভিকাহার,সুকদেবপুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের সংলাপ নিয়ে প্রচার চালানো হয়। বেলা ২টা নাগাদ ভিকাহারে ডিম, ভাত খাবারের আয়োজন করা হয়। দুপুরে আহার শেষে ভিকাহারে পথসভা করা হয়। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের মেন্টর তথা গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শংকর সরকার,তৃণমূল শিক্ষক নেতা সুব্রত মুখার্জি,তপন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি (গঙ্গারামপুর বিধানসভা) সমীর রাহা,তপন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মামনি রায়,মহিলা নেত্রী বিভা ধর সাহা,আজমাতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রামপ্রসাদ রায়,রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত প্রধান গনেশ হাঁসদা,যুব তৃণমূল কংগ্রেস নেতা তুহিন দেব,গোলাম রশিদ,ছাত্র নেতা অশোক প্রামানিক প্রমুখ।
Home Uncategorized কালী মন্দিরে পুজো দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের (গঙ্গারামপুর বিধানসভা) রামচন্দ্রপুর...


























