শীতল চক্রবর্তী তপন ১৪ই জানুয়ারি ।দক্ষিণ দিনাজপুর
দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার অন্তর্গত এমশালডাঙ্গা রাস্তায় রাস্তার ধারে পড়ে থাকা এক সদ্যজাত শিশুর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল তপন থানার পুলিশ। বুধবার সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে রাস্তায় পড়ে থাকা শিশুটির দেহ।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে ও কারা ওই সদ্যজাত শিশুটিকে সেখানে ফেলে রেখে গেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে তপন থানার পুলিশ।
এ বিষয়ে তপন থানার আইসি জনমারি ভেয়ানে লেপচা জানান,“কে বা কারা ওই সদ্যজাত শিশুর দেহ সেখানে ফেলে রেখে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের এলাকায় খোঁজখবর চালাচ্ছে।























