নিজের সঙ্গেই লড়াই করে সেরার শিরোপা রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতায় শাটল রেসে চ্যাম্পিয়ন দক্ষিণ দিনাজপুরের তপনের আব্দুর

0
15

শীতল চক্রবর্তী বালুরঘাট ১২ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর।
শুধু দৌড় নয়, নিজের সঙ্গে নিরন্তর লড়াই ,আর সেই লড়াইয়ের ফলস্বরূপ রাজ্য সেরার স্বীকৃতি। কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন এবং অদম্য আত্মবিশ্বাসের জোরে পশ্চিমবঙ্গে শাটল রেস প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করল দক্ষিণ দিনাজপুর জেলার তপনের কৃতি সন্তান আব্দুর রাজ্জাক পিতা জাহাঙ্গীর আলম।
সম্প্রতি কলকাতাতে অনুষ্ঠিত ৪১তম রাজ্যস্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শাটল রেস বিভাগে চ্যাম্পিয়ন হয়ে গোটা জেলার মুখ উজ্জ্বল করেছে সে। প্রতিযোগিতায় অংশ নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে সেরা পারফরম্যান্স দেখিয়ে বিচারকদের নজর কাড়ে আব্দুর রাজ্জাক।
জানা গেছে, ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি গভীর আগ্রহ ছিল তার। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়াই আজকের এই সাফল্যের মূল চাবিকাঠি বলে তার পরিবার সূত্রে জানা গেছে। পরিবারের পাশাপাশি স্থানীয় মানুষজনও এই কৃতিত্বে গর্বিত।তার এই সাফল্যের পেছনে যাঁর অনুপ্রেরণা সবচেয়ে বেশি, তিনি হলেন আব্দুর রাজ্জাকের পিতা জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম জানান,“পরিশ্রম কখনও বিফলে যায় না,ছেলের এই সাফল্য তারই প্রমাণ।ভবিষ্যতেও যেন আরও এগিয়ে যেতে পারে,সেই কামনাই করি।” বিদ্যালয় প্রধান শিক্ষক জানিয়েছে,”ওর সাফল্যে আমরা দারুন খুশি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
কৃতী ছাত্র আব্বুর জানালো,”ভবিষ্যতে আরো ভালো জায়গায় পৌঁছানোর চেষ্টা করব।” দক্ষিণ দিনাজপুরের তপন গ্রামের এই কৃতী সন্তানের সাফল্যে খুশির হাওয়া এলাকাজুড়ে। ক্রীড়াপ্রেমী মহল আশা করছে, আগামী দিনে রাজ্য গণ্ডি পেরিয়ে জাতীয়স্তরেও নিজের প্রতিভার অর্জন করতে চেষ্টা চালিয়ে যাবে আব্দুর রাজ্জাক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here