শীতল চক্রবর্তী বালুরঘাট১২ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর;
“ব্যাটারি চালিত স্কুটিতেও পড়তে হবে হেলমেট, থাকতে হবে লাইসেন্স” স্বামী বিবেকানন্দের জন্মদিনে এমনই বার্তা দিয়ে সচেতনতামূলক কর্মসূচি করলেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ট্রাফিক ওসি রজত প্রধান।ব্যাটারি চালিত স্কুটি চালকদের হাতে তুলে দিলেন ফল।
আপনারা নিশ্চয় জানেন মোটরবাইক চালাতে হলে পড়তে হবে হেলমেট। রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় পুলিশ কর্মীরা মোটরবাইক চালকদের হেলমেট পড়ার পরামর্শ দিয়ে চলেছেন।কিন্তু বর্তমান সময়ে ব্যাটারি চালিত স্কুটি গুলিতে চালকেরা হেলমেট পড়ছেন না,পাশাপাশি চালকদের থাকছে না ড্রাইভিং লাইসেন্স।যে বিষয় মাথায় রেখে জেলা পুলিশের নির্দেশে গঙ্গারামপুরের ট্রাফিক পুলিশ স্বামী বিবেকানন্দের জন্মদিনে গঙ্গারামপুরের চৌপতিতে একটি সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেন।গঙ্গারামপুরের বেশ কিছু ব্যাটারি চালিত স্কুটি চালকদের থামিয়ে তাদের পরামর্শ দেন হেলমেট পরে স্কুটি চালোনোর।পাশাপাশি ব্যাটারি চালিত স্কুটি চালাতেও ড্রাইভিং লাইসেন্সের থাকতে হবে বলে জানানো হয় তাদের।এরপর চালকদের হাতে ফল তুলে দেন গঙ্গারামপুরের ট্রাফিক ওসি রজত প্রধান।
বাইট – রজত প্রধান (গঙ্গারামপুরের ট্রাফিক ওসি)


























