অতীতকে কুর্নিশ, ভবিষ্যতের ডাক! ৭৫ বছরে অবিভক্ত পশ্চিম দিনাজপুর ক্রীড়া সংস্থা, বালুরঘাটে ঐতিহ্যের র‍্যালি

0
19

অতীতকে কুর্নিশ, ভবিষ্যতের ডাক! ৭৫ বছরে অবিভক্ত পশ্চিম দিনাজপুর ক্রীড়া সংস্থা, বালুরঘাটে ঐতিহ্যের র‍্যালি

ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, কখনও কখনও তা নেমে আসে রাজপথে। সোমবার ঠিক তেমনই এক দৃশ্যের সাক্ষী থাকল বালুরঘাট। অবিভক্ত পশ্চিম দিনাজপুর ক্রীড়া সংস্থার ৭৫ বছরে পদার্পণ উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত হল এক বর্ণাঢ্য ও স্মরণীয় র‍্যালি। দেশভাগের পরে যে দিনাজপুর জেলার অংশ ভারতের সঙ্গে যুক্ত ছিল, তার নামই ছিল পশ্চিম দিনাজপুর। পরবর্তী কালে উত্তর ও দক্ষিণ দিনাজপুর—এই দুই জেলায় ভাগ হওয়ার আগে পর্যন্ত, অবিভক্ত জেলার ক্রীড়া পরিচালনার ভার বহন করেছিল এই ঐতিহ্যবাহী সংস্থা।
সেই দীর্ঘ পথচলার প্ল্যাটিনাম অধ্যায় ছুঁতেই বালুরঘাট হাই স্কুল মাঠ থেকে শুরু হয় শোভাযাত্রা। গোটা শহর পরিক্রমা করে র‍্যালিটি রূপ নেয় ক্রীড়ার এক চলমান ইতিহাসে। জেলার নানা প্রান্তের ক্রীড়া সংগঠন, প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়, ক্রীড়া সংগঠক এবং অনুরাগীরা পায়ে পা মিলিয়ে অংশ নেন। রঙিন পতাকা, ব্যানার আর ক্রীড়ার জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে শহরের রাজপথ। সাধারণ মানুষের ভিড় আর ক্যামেরার ফ্ল্যাশে স্পষ্ট—এই র‍্যালি শুধুই অনুষ্ঠান নয়, এক আবেগের বহিঃপ্রকাশ।
উদ্যোক্তাদের তরফে জানানো হয়, ৭৫ বছর পূর্তি উপলক্ষে বছরভর ক্রীড়া প্রতিযোগিতা, স্মরণসভা ও সামাজিক কর্মসূচির মাধ্যমে এই ঐতিহ্যকে সম্মান জানানো হবে। দিনের শেষে বালুরঘাট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় একটি বিশেষ ক্রিকেট ম্যাচ। সেখানে উপস্থিত ছিলেন ভারতের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা, রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র সহ জেলার বিশিষ্ট খেলোয়াড় ও ক্রীড়া ব্যক্তিত্বরা। অতীতের গৌরবকে কুর্নিশ জানিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার বার্তাই যেন এদিন বালুরঘাটের ক্রীড়া উৎসব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here