তপনের কারবালা ময়দানে শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার ৪র্থ আয়ুষ মেলা

0
25

তপনের কারবালা ময়দানে শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার ৪র্থ আয়ুষ মেলা তপনের কার কারবালা ময়দানে,উপস্থিত রাজ্যের মন্ত্রী থেকে জেলা শাসক, মুখ্যস্বাস্থ্য আধিকারিক।স্বাস্থ্য সচেতনতা ও প্রাচীন চিকিৎসা পদ্ধতির প্রসারে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের
শীতল চক্রবর্তী তপন ১১ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর।
মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়ুষ বিভাগের পরিকল্পনা ও ব্যবস্থাপনায়, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি,দক্ষিণ দিনাজপুর জেলার উদ্যোগে ১০ই জানুয়ারি থেকে ১২ই জানুয়ারি,পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার ৪র্থ আয়ুষ মেলা।
মেলাটি আয়োজিত হয়েছে তপন ব্লকের কারবালা ময়দান। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র।পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের একাধিক বিশিষ্ট আধিকারিক ও বিশিষ্টজনেরা।
উদ্বোধনী কর্মসূচি ও বিশেষ আকর্ষণ হিসেবে
মেলার প্রথম দিন ১০ই জানুয়ারি, সকাল ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মেলার সূচনা হবে। পরে স্বেচ্ছায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।মেলার তিনদিন জুড়ে আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসা, যোগব্যায়াম, ঔষধি উদ্ভিদ সম্পর্কে আলোচনা ও প্রদর্শনী, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, থ্যালাসেমিয়া, ব্লাড সুগার ও ব্লাড প্রেসার পরীক্ষার মতো একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি নেওয়া হয়েছে।
বিশেষভাবে ছাত্রছাত্রীদের জন্য থাকছে আঁকন প্রতিযোগিতা, স্পট কুইজ, আয়ুষিক রন্ধন প্রতিযোগিতা ও যোগাসন প্রতিযোগিতা। শেষ দিন ১২ই জানুয়ারি বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন বিশিষ্টজনদের হাত দিয়ে একাধিক প্রতিযোগীদের হাতে পুরস্কার সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটিতে সহযোগিতা করেন মেডিকেল অফিসার আয়ুস দক্ষিণ দিনাজপুর জেলার শুভাশিস বড়ুয়া সহ বিশিজনেরা।
এবিষয়ে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন,“আধুনিক চিকিৎসার পাশাপাশি আয়ুষ পদ্ধতি মানুষের জীবনে সুস্থতা ও ভারসাম্য এনে দেয়। এই ধরনের মেলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা আরও বাড়বে।”
জেলা শাসক বালাসুব্রেলিম টি বলেন,“জেলা স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে এই আয়ুষ মেলাকে সফল করতে সমস্ত রকম সহযোগিতা করা হচ্ছে। মানুষের কাছে প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতির উপকারিতা তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য।”
জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডা. সুদীপ দাস জানান,“আয়ুষ মেলার মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা, স্বাস্থ্য পরীক্ষা ও যোগচর্চার সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ। এটি জনস্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।”
উদ্বোধনের দিন থেকেই মেলাতে ব্যাপক পরিমাণে ভিড় জমেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here