খুদেদের পাতে ডিম নেই, শাকসবজিও বেপাত্তা! অঙ্গনওয়াড়িতে খাদ্য অনিয়মের অভিযোগে দিদিমনিকে তালাবন্দী গ্রামবাসীদের

0
26

বালুরঘাট, ৯ জানুয়ারী —- শিশুদের পুষ্টিকর আহার নিয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠল দক্ষিণ দিনাজপুরের তপন ব্লক। শুক্রবার দুপুরে রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মাধবপুর গ্রামে অঙ্গনওয়াড়ি সেন্টারকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, খুদে পড়ুয়াদের নির্দিষ্ট খাদ্যতালিকা কার্যত কাগজেই সীমাবদ্ধ। শিশুদের পাতে নিয়মিত ডিম তো দূরের কথা, খিচুড়িতে নেই ডাল কিংবা শাকসবজির ছিটেফোঁটাও।
গ্রামবাসীদের দাবি, এলাকার একমাত্র অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি দিদিমনি ভারতী রায় নিজের ইচ্ছেমতো খোলেন। কখনও দেরিতে, কখনও আবার দিনের পর দিন বন্ধ থাকে সেন্টার। অথচ প্রায় ৩০ জন শিশু ওই কেন্দ্রের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। নিম্নমানের খাবার পরিবেশনের পাশাপাশি শিশুদের স্বাস্থ্যের সঙ্গে চরম অবহেলা করা হচ্ছে বলেই অভিযোগ।
এই অনিয়মের প্রতিবাদে এদিন ক্ষুব্ধ গ্রামবাসীরা অঙ্গনওয়াড়ি সেন্টারের ভেতর দিদিমনিকে আটকে রেখে তালাবন্দী করেন। খবর পেয়ে দীর্ঘ কয়েক ঘণ্টা পর এলাকায় পৌঁছন আইসিডিএস দফতরের সুপারভাইজাররা। দিদিমনিকে অন্যত্র বদলি করার আশ্বাস দিলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।

এলাকার বাসিন্দা ভবন্তী রায় বলেন, “আমাদের শিশুদের পাতে ডিম নেই, শাকসবজি নেই। নিয়মিত সেন্টার খোলে না। বাধ্য হয়েই আমরা প্রতিবাদে নেমেছি।

তপন থানার আইসি জনমারী ভিয়ানে লেপচা জানান, “একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
শিশুদের পুষ্টি নিয়ে এমন অভিযোগ সামনে আসায় প্রশাসনিক নজরদারি ও অঙ্গনওয়াড়ি ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে ফের গুরুতর প্রশ্ন উঠল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here