আজ খাসপুর বরুনা বালিকা বিদ্যালয়ে নেশা মুক্ত সমাজ গড়া ও বাল্যবিবাহ মুক্ত জেলা গড়ার লক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলা সমাজ কল্যাণ দপ্তর ও খাসপুর বরুনা বালিকা বিদ্যালয়ের সহযোগিতায় একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

0
24

আজ খাসপুর বরুনা বালিকা বিদ্যালয়ে নেশা মুক্ত সমাজ গড়া ও বাল্যবিবাহ মুক্ত জেলা গড়ার লক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলা সমাজ কল্যাণ দপ্তর ও খাসপুর বরুনা বালিকা বিদ্যালয়ের সহযোগিতায় একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভাটি যৌথভাবে পরিচালনা করে মধ্যরামকৃষ্ণপুর গ্রামীণ উন্নয়ন সমিতি ও শক্তি বাহিনী।
অনুষ্ঠানের সূচনা করেন খাসপুর বরুনা বালিকা বিদ্যালয়ের মাননীয়া প্রধান শিক্ষিকা লায়লা মমতাজ ভান্ডারী।
তিনি তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, “ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। সমাজ থেকে নেশা ও বাল্যবিবাহ দূর করতে হলে আজ থেকেই সচেতন হতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই এই সামাজিক পরিবর্তনের সূচনা হওয়া জরুরি।”
মধ্যরামকৃষ্ণপুর গ্রামীণ উন্নয়ন সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন গোফফার মন্ডল।
তিনি বলেন, “বাল্যবিবাহ শুধু একটি সামাজিক ব্যাধিই নয়, এটি কন্যাশিশুর অধিকার লঙ্ঘন। পরিবার ও সমাজ একসাথে এগিয়ে এলে তবেই এই সমস্যা নির্মূল করা সম্ভব।”
শক্তি বাহিনীর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মিজানুর রহমান তাঁর বক্তব্যে বলেন,
“নেশা ও বাল্যবিবাহ মুক্ত জেলা গড়তে প্রশাসন, স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। কিশোর-কিশোরীদের সচেতন করাই আমাদের প্রধান লক্ষ্য।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মনোজ কুমার রানা, ডিএসপি (DEB), দক্ষিণ দিনাজপুর পুলিশ ডিস্ট্রিক্ট বলেন,
“নেশা ও বাল্যবিবাহের বিরুদ্ধে আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। তবে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি পেলে অপরাধ অনেকাংশে কমে যাবে।”
ইন্সপেক্টর ভাবনা শর্মা, অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট, হিলি বিওপি তাঁর বক্তব্যে বলেন,
“বাল্যবিবাহ ও নেশার সঙ্গে মানব পাচারের একটি গভীর সম্পর্ক রয়েছে। সচেতনতা ও দ্রুত তথ্য প্রদান করলে এই ধরনের অপরাধ প্রতিরোধ করা সম্ভব।”
দীপা সরকার, PCDC বলেন,
“কন্যাশিশুদের শিক্ষিত ও আত্মনির্ভর করে তুলতে পারলেই বাল্যবিবাহের মতো সামাজিক কুপ্রথা বন্ধ করা সম্ভব। সমাজের প্রত্যেক স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।”

আলোচনা সভায় নেশার ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহের সামাজিক ও আইনগত দিক, মানব পাচার প্রতিরোধ এবং কিশোরী মেয়েদের সুরক্ষা ও ক্ষমতায়নের উপর বিস্তারিত আলোচনা করা হয়। ছাত্রীরা সক্রিয়ভাবে আলোচনায় অংশগ্রহণ করে এবং সমাজ পরিবর্তনে নিজেদের ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here