হরিরামপুরে মোটরবাইক–পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু

0
256

হরিরামপুরে মোটরবাইক–পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু
শীতল চক্রবর্তী বালুরঘাট, ৯ জানুয়ারি, দক্ষিণ দিনাজপুর:
মোটরবাইক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই মোটরবাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার বড়ভিটা মহেন্দ্র এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই যুবকের নাম বাপন ঘোষ (২৩) ও পীযূষ সরকার (২৮)। তাঁদের দু’জনেরই বাড়ি হরিরামপুর থানার মহেন্দ্র এলাকায়।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বাপন ঘোষ ও পীযূষ সরকার মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন। হরিরামপুর থানার বড়ভিটা এলাকায় পৌঁছতেই হঠাৎ সামনে থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাঁদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে ছিটকে পড়ে গুরুতর জখম হন দু’জনই।
স্থানীয় বাসিন্দারা ঘটনাটি দেখতে পেয়ে তড়িঘড়ি আহতদের হরিরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং কান্নায় ভেঙে পড়েন মৃতদের পরিবারের সদস্যরা।
শুক্রবার মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হরিরামপুর থানার পুলিশ। মৃতের দুই আত্মীয় জানিয়েছেন”এরা যে এভাবে চলে যাবে সেটা ভাবতেই পারছিনা।” গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারি শুভতোষ সরকার জানিয়েছেন,”মৃতদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তে পাঠানো হয়েছে।” ঘটনায় মৃতের পরিবার সহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here