আলিপুরদুয়ার: ভুটান কমলার স্বাদে মজেছেন পর্যটকদের থেকে শুরু করে সাধারণ মানুষেরা। এই শীতের মরশুমে যেন কমলা রঙে ছেয়ে যায় অলিপুরদুয়ার জেলার জয়গাঁর ভুটানগামী সড়কের ধারগুলো। কয়েকশো দোকানদার কমলার পসরা নিয়ে হাজির হন সেখানে। যা কিনতে ভিড় জমে পর্যটকদের পাশাপাশি, সাধারণ বাসিন্দারাও।অন্যান্যবারের তুলনায় এবছর কমলার ফলন কম হলেও দামে গতবারের তুলনায় খুব একটা তফাৎ আসেনি বলেও দাবি ব্যবসায়ীদের।পাশাপাশি, প্রতিবারের মতো এবছরও সীমান্ত শহরের দোকানগুলোতে কমলার ব্যাপক চাহিদা রয়েছে বলেও দাবি ব্যবসায়ীদের এই কমলা কিনতে ভিড় জমাচ্ছেন ভুটানে ও জয়গাঁয় বেড়াতে আসা পর্যটকেরাও।এ বিষয়ে ব্যবসায়ীরা বলেন, “ভুটানগামী এই সড়কের ধারে একশোর বেশি দোকানদার শুধু কমলা নিয়েই হাজির হন।তবুও ভিড় দেখার মতো রয়েছে এবছর।”

























