গোলাপ হাতে কচিকাঁচা, আবেগে ভাসলেন অভিষেক— বালুরঘাটের প্রত্যন্ত লক্ষ্মীপুরে ডিজিটাল ক্লাসরুমের আশ্বাস

0
68

বালুরঘাট, ৭ জানুয়ারী —– পতিরামের লক্ষ্মীপুরে বুধবার যেন আচমকাই বদলে গেল সকালের চেনা ছবি। রাজনৈতিক কর্মসূচির তাড়া উপেক্ষা করে গ্রামের ঢোকার মুখেই থাকা একটি প্রাথমিক স্কুলে হঠাৎই ঢুকে পড়লেন ডায়মন্ডহারবারের সাংসদ ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামনে তখন সার বেঁধে দাঁড়িয়ে কচিকাঁচারা—হাতে গোলাপ, চোখে বিস্ময়। শিশুদের সেই নিঃশর্ত ভালোবাসার অভ্যর্থনায় আবেগে আপ্লুত হয়ে পড়েন সাংসদ।
জানা গিয়েছে, বাংলা বলার ‘অপরাধে’ মহারাষ্ট্রে সাত মাস কারাবাস করা পরিযায়ী শ্রমিক অসিত সরকারের বাড়িতে যাওয়ার পথেই এই অপ্রত্যাশিত সফর। ব্যস্ততার মাঝেও সময় বের করে স্কুল চত্বরে বেশ কিছুক্ষণ কাটান অভিষেক। গল্প করেন পড়ুয়াদের সঙ্গে, শোনেন তাদের পড়াশোনার কথা। মুহূর্তেই ঘনিষ্ঠতায় ভরে ওঠে পরিবেশ। খুদে পড়ুয়াদের আবদার ফেলেননি তিনি—স্কুলে একটি ডিজিটাল ক্লাসরুম গড়ে তোলার আশ্বাস দেন। সেই সঙ্গে প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে তুলে দেন চকলেট, যা পেয়ে আনন্দে মুখ উজ্জ্বল হয়ে ওঠে শিশুদের।
প্রায় ৭০ জন পড়ুয়া রয়েছে লক্ষ্মীপুরের এই প্রাথমিক স্কুলে। প্রধান শিক্ষক মোহিত ঘোষ জানান, দীর্ঘদিন ধরেই অভিভাবকদের দাবি ছিল আধুনিক শিক্ষার সুযোগ বাড়াতে ডিজিটাল ক্লাসরুম চালুর। সেই দাবির কথা সাংসদের কাছে তুলে ধরতেই তিনি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন।
প্রত্যন্ত এলাকার ছোট্ট একটি স্কুলে এমন আশ্বাসেই আপ্লুত শিক্ষক-অভিভাবক থেকে পড়ুয়ারা সকলেই। রাজনীতির কঠোরতার মাঝেও এই মানবিক মুহূর্ত যেন আবার মনে করিয়ে দিল—উন্নয়ন আর সহমর্মিতা কখনও কখনও হাত ধরাধরি করেই আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here