ফের SIR আতঙ্কে মৃত্যুর ঘটনা ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার চুনাভাটি এলাকায়

0
34

ফের SIR আতঙ্কে মৃত্যুর ঘটনা ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার চুনাভাটি এলাকায়।মৃত ব্যাক্তির নাম মহম্মদ খাদেম।পরিবার সূত্রে খবর দীর্ঘদিন ধরেই ভোটে নাম ওঠা নিয়ে আতঙ্কে ছিলেন মহম্মদ খাদেম।গতকাল সন্ধ্যার পর থেকে তার আর খোঁজ মিলছিলো না।আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে তার ঝুলন্ত দেহ উদ্ধার করেন পরিবারের লোকেরা।মহম্মদ খাদেমের ছেলে মহম্মদ সাহিদের অভিযোগ,Sir এর আতঙ্কে বাবার ঘুম উড়ে গিয়েছিলো।বাবার নাম ২০০২সালের ভোটার তালিকায় নাম না থাকলেও তাদের নথিপত্র দীর্ঘদিন আগের।এবং দীর্ঘদিন ধরেই তারা এই এলাকায় বাস করছেন।পরিবারের অন্যান্যদের নাম ভোটার তালিকায় ছিলো বলেও জানান মৃতের ছেলে।Hearing হওয়ার পরেও তার বাবা আতঙ্কে আত্মঘাতী হয়েছেন বলেই দাবী তার ছেলের।এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।কথা বলেন পরিবারের লোকের সাথে।পাশে থাকার আশ্বাসও দেন তিনি।পরে তিনি সাংবাদিকদের জানান,এই নিয়ে জলপাইগুড়ি জেলায় Sir এর কারনে মোট সাত জনের মৃত্যু হয়েছে।এর দায় সম্পূর্নভাবে নির্বাচন কমিশনকেই নিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here