বালুরঘাট, ৫ জানুয়ারী —- নির্বাচনে পিছিয়ে থাকা বালুরঘাট ও তপন বিধানসভাকে পাখির চোখ করে সংগঠন ঢেলে সাজানোর পথে হাঁটল তৃণমূল কংগ্রেস। সদস্য সংখ্যা বাড়ানোর পাশাপাশি নতুন মুখদের গুরুত্ব দিয়ে সোমবার বিকেলে বালুরঘাটের চকভৃগুর তৃণমূল কার্যালয়ে ৩৭ জনের ব্লক কমিটি ঘোষণা করা হল। কমিটি ঘোষণা করেন বালুরঘাট ব্লক তৃণমূল সভাপতি মলয় মণ্ডল।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্নেহলতা হেমব্রম, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অশোক মিত্র, জেলা কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি সাহেনশা মোল্লা, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের কো-মেন্টর শিপ্রা নিয়োগী সহ দলের অন্যান্য নেতৃত্ব।
কমিটি ঘোষণার পর সাংবাদিক সম্মেলনে মলয় মণ্ডল জানান, নবীন ও প্রবীনের সমন্বয়ে এই ৩৭ জনের ব্লক কমিটি গঠন করা হয়েছে। ভবিষ্যতে আরও কিছু নতুন সদস্যকে যুক্ত করার জায়গাও রাখা হয়েছে বলে জানান তিনি। তাঁর কথায়, বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এই সাংগঠনিক রদবদল।
গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে বালুরঘাট ব্লকে তৃণমূলের খারাপ ফলের প্রসঙ্গ টেনে মলয়বাবু বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে। এই ব্লকের উপর নির্ভর করেই বালুরঘাট ও তপন—দুটি বিধানসভা আসন। ব্লকে সংগঠনের দুর্বলতার কারণেই এই দুটি আসন হাতছাড়া হয়েছে। তাই এবার তৃণমূল সংগঠনকে আরও মজবুত করে গড়ে তোলাই মূল লক্ষ্য।
পাশাপাশি নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া নিয়েও সরব হন তিনি। অভিযোগ করেন, সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে, সেই পরিস্থিতিতে মানুষের পাশে একমাত্র তৃণমূল কংগ্রেস ও তার কর্মীরাই দাঁড়িয়ে আছেন। আগামী নির্বাচনে সাধারণ মানুষ এই বিষয়টি মাথায় রেখেই ভোট দেবেন বলে আশাবাদী তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, সংগঠন শক্তিশালী হলে আগামী বিধানসভা নির্বাচনে ভালো ফল করবে তৃণমূল কংগ্রেস।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর বালুরঘাট – তপন বিধানসভা পুর্নদখলের রণকৌশল! নবীন–প্রবীনের মেলবন্ধনে ৩৭ জনের ব্লক কমিটি...























