মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শিলিগুড়িতে তৃণমূল যুব কংগ্রেসের কেক কাটা ও রক্তদান শিবির।

0
41

শিলিগুড়ি:-আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে শিলিগুড়িতে মানবিক ও অভিনব কর্মসূচির আয়োজন করল শিলিগুড়ি টাউন ১(বি) তৃণমূল যুব কংগ্রেস।প্রিয় দিদির জন্মদিনকে স্মরণীয় করে তুলতে কেক কাটার পাশাপাশি একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়।আজ শিলিগুড়ির এসএফ রোডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।সকাল থেকেই রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়,প্রায় ৫০ ইউনিট রক্ত সংগ্রহ করার লক্ষ্য নেওয়া হয়েছে এবং এই রক্ত সংগ্রহ করে ক্যান্সার হাসপাতালগুলিতে দেওয়া হবে।এই কর্মসূচি প্রসঙ্গে দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জয়ব্রত মুক্তি জানান,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানবিক কাজের বার্তা দেন।
সেই আদর্শকে সামনে রেখেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।কেক কাটা,রক্তদান ও শুভেচ্ছা বার্তার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে এই কর্মসূচি সম্পন্ন হয় বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here