হরিরামপুর ব্লকের কলাইবাড়ীতে অবস্থিত চন্ডিপুর হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের কাছে বেশি ফ্রি নেওয়ার প্রতিবাদে স্কুলে বিক্ষোভ দেখালো অভিভাবকরা,মন্ত্রীর হস্তক্ষেপের দাবি বাসিন্দাদের শীতল চক্রবর্তী বালুরঘাট ২ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর। ভর্তি ফি বেশি নেওয়ার প্রতিবাদ জানিয়ে স্কুলের অভিভাবকেরা বিক্ষোভ দেখিয়ে ক্ষোভে ফেটে পড়লেন।ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের চন্ডিপুর হামেশাবানু হাইস্কুলে। যদিও প্রথমে ফ্রি বেশি না হলে পরে তা সঠিকই নেওয়া হয়েছে বলে দাবি করেন স্কুল কর্তৃপক্ষ। মন্ত্রীর হস্তক্ষেপে দাবি করেছেন অভিভাবকেরা।প্রশাসনের হস্তক্ষেপ ও প্রধান শিক্ষকের সহযোগিতায় দীর্ঘ সময় পর সমস্যা মিটে যায়। ১৯৭৭ সালে হরিরামপুর ব্লকে কলাইবাড়িতে চন্ডিপুর হামেশাবানু হাইস্কুলটি গড়ে ওঠে।স্কুলের আশপাশের সকলেই কৃষিজীবী অধ্যুষিত পরিবারের গরীব ছেলেমেয়েরাই পড়াশুনা করে থাকে। সৈয়দপুর, চন্ডিপুর, গোকর্ণ সহ কয়েকশো ছাত্র ছাত্রী এই স্কুলটিতে পড়াশোনা করে থাকে। শুক্রবার স্কুল খোলার সঙ্গে সঙ্গে আশপাশের অভিভাবক ও ছাত্রছাত্রীরা এসে জানতে পারেন স্কুলের ভর্তি ফ্রি ২৪০টাকার পরিবর্তে কখনো ৩০০,কখনো আবার ৫০০টাকা নেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকে স্কুলের মধ্যেই। ছুটে আসে প্রচুর পরিমাণে অভিভাবকদের পাশাপাশি ছাত্রছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের অভিভাবক,”আব্দুল হাফিজ, আইনুল শেখ, কাবাত উল্লাহ হোসেনেরা অভিযোগ করে বলেন,”স্কুলের শিক্ষকেরা ভর্তি ফ্রি বেশি নেওয়ার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে। মন্ত্রীর হস্তক্ষে দাবী করছি। স্কুলে নতুন ম্যানেজিং কমিটির গঠন করার দাবী জানাচ্ছি।” যদিও স্কুলের প্রধান শিক্ষক সনজিৎ সরকার জানিয়েছেন,”প্রথমে একটা সমস্যা তৈরি হয়েছিল ঠিকই, পরে ভর্তি ফ্রি বাবদ২৪০ টাকায় নেওয়া হয়েছে সমস্যা মিটে গেছে।” প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।
Home Uncategorized হরিরামপুর ব্লকের কলাইবাড়ীতে অবস্থিত চন্ডিপুর হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের কাছে বেশি ফ্রি নেওয়ার প্রতিবাদে...


























