গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে তৎপর পুলিশ, চুরি যাওয়া লক্ষাধিক টাকার সোনা উদ্ধার, গ্রেপ্তার দুই যুবক
শীতল চক্রবর্তী, বালুরঘাট
৩০ ডিসেম্বর, দক্ষিণ দিনাজপুর।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকারের নেতৃত্বে ধারাবাহিক অভিযানে বড় সাফল্য পেল গঙ্গারামপুর থানার পুলিশ। চুরি যাওয়া লক্ষাধিক টাকার সোনা ও নগদ অর্থ উদ্ধার করার পাশাপাশি চুরির ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার সাহাপাড়া এলাকার ঘটেছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সঞ্জিত কর্মকার (২৪) ও রাকেশ কর্মকার (২৫)। দু’জনেরই বাড়ি গঙ্গারামপুর থানা এলাকায়। মঙ্গলবার ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ।
জানা গিয়েছে, গঙ্গারামপুর পুরসভার ১০নম্বর ওয়ার্ডের সাহাপাড়া এলাকার বাসিন্দা পবন সাহা পেশায় একজন ব্যবসায়ী। পরিবার সূত্রে জানা যায়,গত বুধবার সন্ধ্যায় পবন সাহার স্ত্রী অনিতা সাহা বাড়িতে একা ছিলেন। কিছুক্ষণের জন্য তিনি পাশের বাড়িতে যাওয়ায় বাড়ি ফাঁকা থাকার সুযোগ নেয় দুষ্কৃতীরা। সেই সময় বাড়িতে ঢুকে লক্ষাধিক টাকার সোনার গয়না, কয়েক হাজার টাকা নগদ সহ অন্যান্য সামগ্রী নিয়ে চম্পট দেয় তারা।
বাড়িতে ফিরে চুরির ঘটনা জানতে পেরে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পরে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকারের নির্দেশে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে গঙ্গারামপুর থানার পুলিশ।
তদন্তের ভিত্তিতে সোমবার গঙ্গারামপুর থানার ওই পুলিশ দল চুরির ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া সোনা ও কিছু নগদ টাকা।
মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার পুরো ঘটনার বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি জানান, “চুরির ঘটনায় দ্রুত অভিযানের মাধ্যমে অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে।”
গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে এমন সক্রিয় ও তৎপর পুলিশি কাজকর্মে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকার সাধারণ মানুষ।
Home Uncategorized গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে তৎপর পুলিশ, চুরি যাওয়া লক্ষাধিক টাকার সোনা...


























