খাকি উর্দিতে শৃঙ্খলা, মাঠে উচ্ছ্বাস! খেলাধুলার ছোঁয়ায় দক্ষিণ দিনাজপুর পুলিশ প্রশাসনের ক্রীড়া উৎসব
বালুরঘাট, ২৯ ডিসেম্বর —– ডিউটির কড়া বাঁধন ছেড়ে এদিন খেলার মাঠে শুধুই হাসি, উল্লাস আর প্রতিযোগিতার উত্তাপ। সোমবার দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হল ৩৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। দু’দিনব্যাপী এই ক্রীড়া উৎসবের দ্বিতীয় ও শেষ দিনটি রীতিমতো উৎসবের আবহে সমাপ্ত হয়। কর্মব্যস্ততার মধ্যেও পুলিশ কর্মীদের শারীরিক সক্ষমতা ও মানসিক সতেজতা বজায় রাখতেই প্রতিবছরের মতো এবারও এই উদ্যোগ।
এবারের প্রতিযোগিতায় পুলিশের আধিকারিকদের সক্রিয় অংশগ্রহণ নজর কাড়ল। কেবল প্রশাসনিক দায়িত্বেই নয়, খেলাধুলার ময়দানেও যে তাঁরা সমান দক্ষ—তারই প্রমাণ মিলল বিভিন্ন ইভেন্টে। টাগ অফ ওয়ার ছিল দিনের সবচেয়ে আকর্ষণীয় পর্ব। দুই দলের টানাটানিতে উত্তেজনা ছড়ায় মাঠজুড়ে। পাশাপাশি আর্চারি, রাইফেল শুটিং-সহ নানা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন পুলিশ কর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল রিজিয়নের আইজি রাজেশ যাদব। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, জেলা শাসক বালা সুব্রামানিয়ান টি, সরকারি পিপি ঋতব্রত চক্রবর্তী, শঙ্কর চক্রবর্তী-সহ জেলার অন্যান্য পুলিশ আধিকারিকরা। সমাপ্ত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। খেলাধুলা, শৃঙ্খলা ও সৌহার্দ্যের মেলবন্ধনে এই ক্রীড়া প্রতিযোগিতা পরিণত হয় এক স্মরণীয় প্রশাসনিক উৎসবে।


























