বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক শক্তি বাড়াতে দক্ষিণ দিনাজপুরে আইএনটিটিইউসির পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করলেন জেলা সভাপতি নামিজুর

0
141

বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক শক্তি বাড়াতে দক্ষিণ দিনাজপুরে আইএনটিটিইউসির পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করলেন জেলা সভাপতি নামিজুর রহমান
শীতল চক্রবর্তী, বালুরঘাট
২৯ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর।আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে আরও মজবুত ও গতিশীল করতে বড় পদক্ষেপ নিল দক্ষিণ দিনাজপুর জেলা আইএনটিটিইউসি। সোমবার সন্ধ্যা প্রায় পাঁচটা নাগাদ গঙ্গারামপুর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে আইএনটিটিইউসির পূর্ণাঙ্গ জেলা কমিটির পাশাপাশি জেলার ৯টি সাংগঠনিক ব্লক ও ৩টি টাউন কমিটির ঘোষণা করা হয়।
এই কমিটিগুলির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন আইএনটিটিইউসির জেলা সভাপতি নাজিনুর রহমান। কমিটি গঠনের এই অনুষ্ঠানে গঙ্গারামপুর তৃণমূল শ্রমিক সংগঠনের টাউন সভাপতি রাজু ঘোষ উপস্থিত ছিলেন। সাংবাদিক বৈঠক করে নামিজুর রহমান জানান,” আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এই সংগঠন পুনর্গঠন করা হয়েছে। সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করার পাশাপাশি শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং সংগঠনের কাজ সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়াই নতুন কমিটির প্রধান লক্ষ্য হবে।”
উল্লেখযোগ্য বিষয় হল,এর ঠিক দু’দিন আগেই দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।তার পরপরই আইএনটিটিইউসির এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।নামিজুর বাবুর শ্রমিক সংগঠন দক্ষতার সঙ্গে জেলায় চলছে বলে তার দাবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here