নেন্দ্রা জামিয়া দারুস সালাম মাদ্রাসার উদ্যোগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রীদের সংবর্ধনা

0
55

নেন্দ্রা জামিয়া দারুস সালাম মাদ্রাসার উদ্যোগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রীদের সংবর্ধনা
দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নেন্দ্রা মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে রবিবার নেন্দ্রা জামিয়া দারুস সালাম মাদ্রাসার উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসা থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ২৪ জন ছাত্রীকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয়।
জানা গেছে, নেন্দ্রা জামিয়া দারুস সালাম মাদ্রাসায় পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক স্তর সম্পূর্ণ করা এই ছাত্রীরা বর্তমানে বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও আত্মনির্ভরতার পথে এগিয়ে যেতে উৎসাহিত করার লক্ষ্যেই মাদ্রাসা কমিটির পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রত্যেক ছাত্রীকে একটি করে সেলাই মেশিন, জামা-কাপড়, ব্যাগ, কম্বল, মিষ্টি, ফুলের তোড়া ও সম্মানসূচক সার্টিফিকেট তুলে দেওয়া হয়। মাদ্রাসা কর্তৃপক্ষের এই উদ্যোগে ছাত্রীরা যেমন খুশি ও অনুপ্রাণিত হয়েছেন, তেমনি অভিভাবক মহলেও সন্তোষ প্রকাশ করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ডক্টর বশির উদ্দিন আহাম্মেদ, হরিরামপুর দেওয়ান আব্দুল গণিত কলেজের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল, নেন্দ্রা জামিয়া দারুস সালাম মাদ্রাসার কর্ণধার মোস্তাক হোসেন, মাদ্রাসার প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট সমাজসেবী মাওলানা মাহফুজ আলম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here