ভোটের আগে তৃণমূল কৃষক সংগঠনে বড়সড় রদবদল! নিস্ক্রিয় ব্লক সভাপতিদের সরিয়ে যুব মুখে নতুন সমীকরণ দক্ষিণ দিনাজপুরে

0
94

ভোটের আগে তৃণমূল কৃষক সংগঠনে বড়সড় রদবদল! নিস্ক্রিয় ব্লক সভাপতিদের সরিয়ে যুব মুখে নতুন সমীকরণ দক্ষিণ দিনাজপুরে

বালুরঘাট, ২৬ ডিসেম্বর —- বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক ভিত আরও মজবুত করতে বড়সড় রদবদলে গেল দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কিষাণ খেত মজদুর সংগঠন। নিস্ক্রিয়তার অভিযোগে তিনটি ব্লকের সভাপতিকে সরিয়ে স্পষ্ট বার্তা দিল জেলা নেতৃত্ব। একই সঙ্গে তিন জন সহ-সভাপতি-সহ ১৫ জন নতুন মুখকে সংগঠনের দায়িত্বে এনে ৬০ সদস্যের পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করে রাজনৈতিক মহলে চমক তৈরি করল তৃণমূলের এই কৃষক সংগঠন।

শুক্রবার দুপুরে বালুরঘাটের চকভৃগু এলাকায় আয়োজিত সাংবাদিক বৈঠকেই এই রদবদলের কথা প্রকাশ্যে আনেন জেলা সভাপতি সাহেনশা মোল্লা। বৈঠকে উপস্থিত ছিলেন বালুরঘাট ব্লক তৃণমূল সভাপতি মলয় কুমার মণ্ডল, কল্পনা কিস্কু-সহ জেলা ও ব্লক স্তরের একাধিক নেতৃত্ব। এদিন সদ্য দায়িত্বপ্রাপ্ত নেতাদের হাতে সাংগঠনিক দায়িত্ব তুলে দিয়ে বিধানসভা ভোটের আগে মাঠে নেমে ঝাঁপিয়ে পড়ার স্পষ্ট নির্দেশ দেন জেলা সভাপতি।
নতুন কমিটিতে অল্পবয়সী নেতৃত্বদের অন্তর্ভুক্তি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক শিবির। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ নেতা রজত দাস। যুব মুখকে সামনে এনে তৃণমূল যে এবার কৃষক ও খেতমজুর সংগঠনের ভিত নতুন করে সাজাতে চাইছে, তা স্পষ্ট। সংগঠনের অন্দরেই দাবি, আগামী দিনে বুথ স্তর পর্যন্ত সক্রিয় ভূমিকা নেবে এই নতুন নেতৃত্ব।
তবে ভোটের মুখে তপন ও গঙ্গারামপুর ব্লকের সভাপতির পরিবর্তন ঘিরে দলের অন্দরেই শুরু হয়েছে গুঞ্জন। যদিও সংগঠনের একাংশের মতে, এই সিদ্ধান্ত একেবারেই রাজনৈতিক বাস্তবতার নিরিখে নেওয়া। বিগত বিধানসভা নির্বাচনে তপন ও গঙ্গারামপুর—দুটি আসনই হাতছাড়া হয় তৃণমূলের। পাশাপাশি লোকসভা ভোটেও এই অঞ্চলগুলিতে ব্যাপক পিছিয়ে পড়ায় বালুরঘাট কেন্দ্রে পরাজয়ের মুখে পড়তে হয় তৃণমূল প্রার্থীকে। পরবর্তী পর্যালোচনায় উঠে আসে সংশ্লিষ্ট এলাকায় কিষাণ খেত মজদুর সংগঠনের সাংগঠনিক দুর্বলতার চিত্র, যা সদ্য নিযুক্ত অবজারভারের নজরেও আসে। তার পরই রাজ্যের নির্দেশে এই রদবদল বলে দাবি নেতৃত্বের।
জেলা সভাপতি সাহেনশা মোল্লা বলেন, “বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনের ভিত আরও শক্ত করা হচ্ছে। রাজ্যের নির্দেশে রদবদলের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয়েছে।”

অন্যদিকে সদ্য দায়িত্বপ্রাপ্ত সহ-সভাপতি রজত দাস জানান, “দল যে দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করে সংগঠনকে আরও শক্তিশালী করাই আমার লক্ষ্য।”

সব মিলিয়ে ভোটের আগে দক্ষিণ দিনাজপুরে তৃণমূল কিষাণ খেত মজদুর সংগঠনের এই রদবদলকে ঘুরে দাঁড়ানোর স্পষ্ট রূপরেখা বলেই দেখছে রাজনৈতিক মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here