জেলা পুলিশের উদ্যোগে ‘সেভ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি ও শীতবস্ত্র বিতরণ

0
120

জেলা পুলিশের উদ্যোগে ‘সেভ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি ও শীতবস্ত্র বিতরণ
শীতল চক্রবর্তী | ২৪ ডিসেম্বর | দক্ষিণ দিনাজপুর
দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে এবং গঙ্গারামপুর ফুলবাড়ী হাইওয়ে ট্রাফিক পুলিশের সহযোগিতায় বুধবার অনুষ্ঠিত হলো ‘সেভ ড্রাইভ সেভ লাইফ’ সচেতনতা কর্মসূচি ও দুস্থ ছাত্রছাত্রী এবং গরিব মানুষজনদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান।
ফুলবাড়ী হাইওয়ে ট্রাফিক পুলিশের অফিসের সামনে আয়োজিত এই কর্মসূচির সূচনা করেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ইন্দ্রজিৎ সরকার, গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক সুভতোষ সরকার, ডিএসপি ট্রাফিক বিল্ল মঙ্গল সাহা, গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র, ফুলবাড়ী হাইওয়ে ট্রাফিক ওসি প্রশান্ত কুমার দাস, ফুলবাড়ী হাইওয়ে ওসি তুষার কান্তি ঘোষ, উদয় গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত বরন কুন্ডু সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও জনপ্রতিনিধিরা।
অনুষ্ঠান শেষে জেলা পুলিশ সুপার ও অন্যান্য আধিকারিকদের হাত দিয়ে দুস্থ মানুষজন ও ছাত্রছাত্রীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এবিষয়ে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন,“এটি পুলিশের একটি সামাজিক দায়িত্ব। পাশাপাশি এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি ও মিছিলের মাধ্যমে পথ নিরাপত্তা আরও মজবুত হবে বলে আমরা আশাবাদী।”
ডিএসপি ট্রাফিক বিল্ল মঙ্গল সাহা জানান,“পুলিশ সুপারের নির্দেশে এই ধরনের ‘সেভ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি জেলা জুড়ে ধারাবাহিকভাবে চালানো হবে।”
শীতবস্ত্র পেয়ে খুশি এক স্থানীয় বাসিন্দা বলেন,“আমাদের মতো অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
প্রশাসনের দাবি, জেলা পুলিশ একদিকে যেমন সমাজসেবামূলক কাজ করছে, তেমনই ট্রাফিক বিভাগ ‘সেভ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করে বহু দুর্ঘটনা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here