আকাশ থেকে পড়ল রহস্যজনক পাথর,হরিরামপুর থানায় সংরক্ষণ

0
83

আকাশ থেকে পড়ল রহস্যজনক পাথর,হরিরামপুর থানায় সংরক্ষণ,আতঙ্কে গ্রামবাসীরা
শীতল চক্রবর্তী বালুরঘাট ১৯ ডিসেম্বর | দক্ষিণ দিনাজপুর
দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার অন্তর্গত গোকর্ণো গ্রাম পঞ্চায়েতের লোহুচর গ্রামে আকাশ থেকে পড়া এক রহস্যজনক পাথরকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।ঘটনার জেরে গ্রামবাসীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎই গ্রামের একটি মাঠে আকাশ থেকে পাথরের মতো একটি বস্তু পড়ে।স্থানীয় ভাষায় যাকে ‘তারাখসা’ বলা হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় কৌতূহল ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ ওই পাথর ঘিরে উৎসুক গ্রামবাসীদের ভিড় জমে।
প্রথমে বস্তুটি দেখতে পাওয়া শরিফুল ইসলাম ও স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ জানান,“ঘটনাটি দেখে আমরা অবাক। আমরা আতঙ্কের মধ্যে রয়েছি।”
তবে বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছেন বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক তথা কাটাবাড়ি হাইস্কুলের প্রধান শিক্ষক অনিমেষ লাহিড়ী। তিনি জানান,”এ ধরনের ঘটনা বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে যাচাই করা প্রয়োজন, তবে আতঙ্কের কিছু নেই।
খবর পেয়ে হরিরামপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই রহস্যজনক বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে বস্তুটি পুলিশি নজরদারিতে থানায় নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।
আকাশ থেকে বস্তুটি পড়ার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় এখনও কৌতূহল ও উত্তেজনা বজায় রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here