স্ত্রীকে প্রেমিকের সঙ্গে হাতেনাতে ধরে ‘বিয়ে’ দিলেন স্বামী, ভাইরাল ভিডিও নেট দুনিয়ায়

0
235

স্ত্রীকে প্রেমিকের সঙ্গে হাতেনাতে ধরে ‘বিয়ে’ দিলেন স্বামী, ভাইরাল ভিডিও নেট দুনিয়ায়,গঙ্গারামপুরে তিলনা ব্যক্তিমোড় এলাকার ঘটনা
শীতল চক্রবর্তী, বালুরঘাট ১৯ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের তিলনা ব্যক্তিমোড় এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন ছড়িয়েছে। অভিযোগ, স্ত্রী ও তাঁর প্রেমিককে ঘরের ভিতরে একসঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন স্বামী।এরপর গ্রামবাসীদের ডেকে স্ত্রীর প্রেমিকের সঙ্গে তাঁর ‘বিয়ে’ দেন স্বামী,আর সেই ঘটনার ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। ভিডিও ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।
জানা গেছে, ওই এলাকার বাসিন্দা দুলাল সরকার পেশায় একটি বেসরকারি সংস্থার কর্মী। কাজের সূত্রে তাঁকে প্রায়ই বাইরে থাকতে হয়।সাত বছর আগে তাঁর বিয়ে হয় এবং তাঁদের চার ও ছয় বছর বয়সী দুই সন্তান রয়েছে।এলাকাবাসীদের দাবি, স্বামীর অনুপস্থিতির সুযোগে দুলালের স্ত্রীর সঙ্গে প্রতিবেশী নীলকান্ত সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং মাঝেমধ্যেই ওই যুবকের যাতায়াত ছিল বাড়িতে।
বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ করেই দুলাল সরকার বাড়িতে ফিরে এসে ঘরের মধ্যে ঢুকে স্ত্রী সুমতি সরকার এক যুবকের সঙ্গে শুয়ে থাকতে দেখেন। পরে ওই যুবককে নীলকান্ত সরকার বলে শনাক্ত করেন তিনি। অভিযোগ, এরপর স্বামী স্ত্রী ও তাঁর প্রেমিককে গাছে বেঁধে রাখেন এবং পরদিন শুক্রবার সকালে গ্রামবাসীদের ডেকে এনে মালা বদলের মাধ্যমে স্ত্রীর ‘বিয়ে’ দেন নীলকান্ত সরকারের সঙ্গে।
এই ঘটনার ভিডিও দুলাল সরকার নিজেই ফেসবুকে পোস্ট করেন। ভিডিওতে তাঁকে কান্নাজড়িত কণ্ঠে বলতে শোনা যায়,দেখুন”
আমার স্ত্রী আর তার প্রেমিকের কীর্তি।এরপরই আমি ওদের বিয়ে দিলাম।” মালা বদলের দৃশ্যও ওই ভিডিওতে দেখা যায়, যা দ্রুত ভাইরাল হয়ে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান,”এই ধরনের ঘটনা সমাজের পক্ষে নিন্দনীয় এবং আইনের আশ্রয় নেওয়াই উচিত ছিল।”
এবিষয়ে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,“বিষয়টি সাংবাদিকদের কাছ থেকেই জানতে পারলাম। যদি এবিষয়ে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়, তাহলে পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে জোর চর্চা চলছে এবং ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে উত্তেজনা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here