দিনের আলোতে কোটি টাকার জুয়ার আসর! পুলিশের নাকের ডগায় দক্ষিণ দিনাজপুরে টাকার বৃষ্টি
বালুরঘাট, ১৮ ডিসেম্বর —– দিনের আলোয় প্রকাশ্যেই কোটি টাকার জুয়ার আসর—আর তা পুলিশের নাকের ডগায়! দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার দৌলতপুরের কিশোরঘাটা এলাকায় বৃহস্পতিবার এমনই এক অবৈধ জুয়ার আসরের ভিডিও ভাইরাল হতেই জেলায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, পুলিশের নাকের ডগায় কীভাবে এতবড় জুয়ার সাম্রাজ্য দিনের পর দিন চলতে পারে ?
স্থানীয় সূত্রের দাবি, দৌলতপুর পুলিশ ফাঁড়ি থেকে সামান্য দূরেই ওই এলাকা। অথচ মাঝেমধ্যেই সেখানে প্রকাশ্যেই বসে জমজমাট জুয়ার আসর। শুধু দক্ষিণ দিনাজপুর নয়, পাশের মালদা ও উত্তর দিনাজপুর থেকেও ছুটে আসে কুখ্যাত জুয়াড়িরা। নামি-দামি গাড়ির সারিতে কার্যত উৎসবের চেহারা নেয় এলাকা। দূর থেকে দেখলে মনে হয়, যেন হাওয়ায় উড়ছে টাকা—চলছে কোটি টাকার লেনদেন।
ভাইরাল হওয়া ভিডিওতে ধরা পড়েছে জুয়ার আসর ও সেখানে জড়ো হওয়া পরিচিত কারবারিদের ছবি। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই এলাকায় তুমুল হইচই শুরু হয়। সাধারণ মানুষের একটাই প্রশ্ন—পুলিশের নজরদারি কোথায়?
যদিও এই ঘটনার বিষয়ে মুখ খুলতে চাননি কোনও পুলিশ আধিকারিক। তবে প্রশ্ন উঠছে এই জুয়ার কারবারের পিছনে কার ছত্রছায়া ?


























