শিলিগুড়ি থেকে উদ্ধার রৌপ্য মূর্তি,গ্রেপ্তার ১

0
38

শিলিগুড়ি থেকে উদ্ধার রৌপ্য মূর্তি,গ্রেপ্তার ১।বড়োসড় সাফল্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার।প্রধান নগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ ২লক্ষ টাকা মূল্যের তিন দশক আগের চুরি যাওয়া একটি বাবা লোকনাথের রৌপ্য মূর্তি উদ্ধার করল।এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।আজ অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে।প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃত ব্যক্তির নাম বিজয় মাহাতো।সে শিলিগুড়ির প্রকাশ নগরের বাসিন্দা।গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে ঐ রৌপ্য মূর্তিটি উদ্ধার করে এবং তাকে গ্রেপ্তার করে।এর আগেও সে একই ধরনের অপরাধে গ্রেপ্তার হয়েছিল।গত ৬তারিখে ভোরবেলা বাবা লোকনাথের এই রুপোর মূর্তিটি চুরি করেছিল অভিযুক্ত। ঘুম থেকে উঠে মন্দির থেকে বাবার মূর্তি উধাও হয়ে যাওয়ায় চমকে যান সকলে।প্রধান নগর থানা এলাকার একটি বাড়ির মন্দিরে বাবা লোকনাথের ওই রৌপ্য মূর্তিটি ছিল।মন্দিরের তালা ভেঙে ওই মূর্তিটি চুরি করেছিল অভিযুক্ত। রৌপ্য মূর্তিটির ওজন ছিল প্রায় ১কেজি।বিশ্বজিৎ দাস নামে ওই গৃহকর্তা প্রধান নগর থানায় মূর্তি চুরির একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।অভিযোগ পাবার পর প্রধান নগর থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশ তদন্ত শুরু করে।তদন্তে নেমে বিভিন্ন সূত্র কে কাজে লাগিয়ে এবং বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে মূর্তিটি উদ্ধার করল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here