লোকেশন : কোচবিহার।
কোচবিহার : আগামী ১ ফেব্রুয়ারী থেকে বন্ধ হয়ে যাচ্ছে কোচবিহার – কলকাতা বিমান। বিমান চালানোর দায়িত্বপ্রাপ্ত সংস্থার চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তারা আর রিনিউয়াল করছে না। ফলে দুবছর ধরে চলতে থাকা বিমান পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে। দীর্ঘ টালবাহানার পর গত ২০২৩ সালের ফেব্রুয়ারী মাসে তদকালীন কেন্দ্রীয় প্রতি মন্ত্রী নিশীথ প্রামানিকের উদ্যোগে ৯ আসনের।বিমান চলাচল শুরু হয়। সেসময় বিজেপির ৫ বিধায়ক কলকাতা থেকে ওই বিমানে চড়ে কোচবিহারে এসেছিলেন। দুবছর চলার পর সেই বিমান পরিষেবা বন্ধ হতে যাচ্ছে। আর এনিয়ে তৃনমুল ও বিজেপি দুপক্ষের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

















