নারায়নপুর হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

0
37

রাঙ্গাপুকুর প্রিমিয়ার লিগের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নারায়নপুর হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির।
আজ সকাল থেকেই বিদ্যালয় ক্যাম্পাসে রক্তদাতাদের ভিড় লক্ষ্য করা যায়। স্থানীয় যুবসমাজ ও রাঙ্গাপুকুর প্রিমিয়ার লিগ আয়োজক কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, খেলাধুলার পাশাপাশি সমাজসেবামূলক কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। রক্ত সংগ্রহের দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীরা জানান, সংগৃহীত রক্ত নিকটবর্তী রক্তব্যাংকে পাঠানো হবে, যা জরুরি রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হবে।

রক্তদান শিবিরে অংশগ্রহণকারী দাতারা এমন উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে অভিহিত করেছেন। ভবিষ্যতেও এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছেন আয়োজক কমিটির সদস্যরা।

রাঙ্গাপুকুর প্রিমিয়ার লিগ উপলক্ষে আয়োজিত এই রক্তদান শিবির স্থানীয় এলাকায় এক ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে— “খেলার মাঠেই নয়, মানবতার সেবাতেও একসাথে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here