গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী। মৃতের নাম বিচিত্রা রায়(১৮) বাড়ি মল্লিকপুর।
জানা গিয়েছে মল্লিকপুর এলাকার ওই ছাত্রী। এদিন দুপুরে অনলাইনে একটি শাড়ি কেনার টাকা চাই দাদুর কাছে, দাদু একটু পরে টাকা দেওয়ার কথা বলতেই, অভিমানে ঘরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই স্কুল ছাত্রী। বিষয়টি পরিবারের লোকদের নজরে আসতেই তড়িঘড়ি ওই ছাত্রীকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। গঙ্গারামপুর থানার পুলিশ মৃত দেহটিকে উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য বালুঘাট মর্গে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। এমন ঘটনায় শোকের ছায়া পরিবার সহ এলাকা জুড়ে।

















