দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম সুকুমার দাস (৪৮)।বর্তমানে তাঁর চিকিৎসা চলছে হাসপাতালে। বুধবার বেলা ৩টা নাগাদ ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার ফুলবাড়িতে।
জানা গিয়েছে গঙ্গারামপুর থানার ফুলবাড়ি দুর্গা মন্দির এলাকার বাসিন্দা সুকুমার দাস। পেশায় তিনি ব্যবসায়ী। বুধবার বেলা তিনটা নাগাদ সুকুমার বাবু মোটর বাইকে চালিয়ে বাড়ি থেকে ৫১২ নম্বর জাতীয় উঠছিলেন। সে সময় অপর দিক থেকে আসা অপর একটি মোটর বাইকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর জখম হন সুকুমার স্থানীয় ও পরিবারের লোকজন ছুঁটে এসে সুকুমারকে উদ্ধার করে নিয়ে আসে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে তাঁর চিকিৎসা চলছে। কিন্তু ঘটনার পর মোটর বাইক ছেড়ে পালিয়ে যায় অপর একটি মোটর বাইকের চালক। খবর পেয়ে ফুলবাড়ি ট্রাফিক পুলিশ ঘটনা স্থলে পৌঁচ্ছে পরিস্থিতি স্বাভাবিক করে।




















