হরিরামপুরে ভোটার তালিকা স্যারের বিষয়ে সহযোগিতা করি সর্বস্তরের মানুষের সঙ্গে আলাপচারিতায় মন্ত্রী বিপ্লব মিত্র
হরিরামপুর ২৫ নভেম্বর দক্ষিণ দিনাজপুরে: ভোটার তালিকা প্রক্রিয়ায় যাতে একজনও ভোটার SIR ফর্ম জমা দেওয়া থেকে বাদ না যায়, সেই বিষয়ে গোটা হরিরামপুর বিধানসভা জুড়ে পরিদর্শন ও খতিয়ে দেখলেন হরিরামপুরের বিধায়ক তথা রাজ্যের ক্রেতাসুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যাও শোনেন তিনি।
মন্ত্রী জানান, প্রত্যেকটি ক্যাম্পে ব্লক ও অঞ্চল স্তরের নেতৃত্বকে বসে থেকে মানুষের SIR ফর্ম পূরণে সক্রিয় সহযোগিতা করতে হবে। মানুষ যাতে কোনো রকম সমস্যায় না পড়েন, সে বিষয়ে কঠোর নির্দেশ দেন তিনি।
এদিনের এই পরিদর্শনে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা সরদুল মিত্র, হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়াসিন আলি, ব্লক তৃণমূল নেতা মনোজিত দাস, হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া, সহ-সভাপতি ফিরোজ আলম এবং ব্লক তৃণমূল নেতা তফাজ্জল হোসেন।
স্থানীয় নেতৃত্ব ও প্রশাসনের সমন্বয়ে হরিরামপুরে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জনগণের কাছে সহজলভ্য করে তোলার বার্তা দেন মন্ত্রী।
Home Uncategorized হরিরামপুরে ভোটার তালিকা স্যারের বিষয়ে সহযোগিতা করি সর্বস্তরের মানুষের সঙ্গে আলাপচারিতায় মন্ত্রী...




















