২দিন দিবারাত্রি শাটগ্রাউন্ড ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হলো নয়াবাজার বকুল ছাড়া মাঠে

0
63

২দিন দিবারাত্রি শাটগ্রাউন্ড ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হলো নয়াবাজার বকুল ছাড়া মাঠে।


রবিবার রাত ৮টা নাগাদ আমরা ক’জনের পরিচালনায় নয়বাজার বকুলছায়া মাঠ প্রাঙ্গনে স্বর্গীয় আশীষ দত্ত চ্যাম্পিয়ন ট্রফি ও স্বর্গীয় বিশ্ব মোহন পাল রানার্স ট্রফি। ১৬ টিমের খেলার শুভ সূচনা করেন গঙ্গারামপুর মহকুমা কোর্টের সরকারি আইনজীবী চিরঞ্জিত মিত্র।
যুবসমাজকে মোবাইলে আসক্ত হওয়ার থেকে সচেতন করতে এমন খেলার আয়োজন বলে দাবি উদ্যোক্তাদের। চাম্পিয়ান ট্রফি দের ৯ হাজার টাকা ও রানার্স ট্রফি দের ৭ হাজার টাকা দেওয়া হবে।
এদিন সেখানে গঙ্গারামপুর, বালুরঘাট,হিলি,তপন, বুনিয়াদপুর সহ বিভিন্ন জায়গার খেলোয়াড়রা খেলতে আসেন। এদিন সেখানে উপস্থিত ছিলেন বুনিয়াদপুর কোর্টের সরকারি আইনজীবী চিরঞ্জিত মিত্র, গঙ্গারামপুর টাউন আই,এন,টি,টি,ইউ,সির সহ-সভাপতি অসিত মালাকার, বাবলু পাল ( মেম্বার) সহ একাধিক টিএমসি নেতৃত্ব। খেলা দেখতে ভীড় হয়েছিল ব্যাপক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here