সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গঙ্গারামপুর আঞ্চলিক কমিটির ৩য় সম্মেলন অনুষ্ঠিত হলো

0
41

সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গঙ্গারামপুর আঞ্চলিক কমিটির ৩য় সম্মেলন অনুষ্ঠিত হলো মহারাজপুরে, নতুন সভাপতি ও সম্পাদিকা হলেন মমতা ও আশা
শীতল চক্রবর্তী, বালুরঘাট, ২৩ নভেম্বর :দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানকে কেন্দ্র করে অনুষ্ঠিত হলো সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির (এআইডি ডাবলু ইউ) সংগঠনের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর আঞ্চলিক কমিটির ৩য় সম্মেলন। রবিবার গঙ্গারামপুর ব্লকের মহারাজপুর প্রাথমিক বিদ্যালয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক সমাপ্তি পণ্ডিত, জেলা সভানেত্রী সুস্মিতা দাস সাহা, গঙ্গারামপুর আঞ্চলিক কমিটির সম্পাদক আশা হালদার ও সভানেত্রী অনিমা ঘোষ।এছাড়াও অভ্যর্থনা কমিটির কনভেনর ও গণ আন্দোলনের নেতা অনুপ কুমার দেব সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
এই দিনের সম্মেলন থেকে নতুন কমিটি গঠন করা হয়। সভানেত্রী নির্বাচিত হয়েছেন মমতা সরকার, সম্পাদিকা আশা হালদার এবং কোষাধ্যক্ষ হয়েছেন তনুজা চক্রবর্তী।মোট ৩১সদস্যের এই নতুন কমিটি আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি পরিচালনা করবে।
দায়িত্ব পাওয়া সংগঠনের সভাপতি মমতা সরকার ও সম্পাদিকা আশা হালদারেরা বলেন,”দলকে শক্তিশালী করার জন্য কাজ করে যাব।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here