পুকুর থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ

0
94

মালদাঃ রাতভর নিখোঁজের পর সাত সকালে রাস্তার পাশে পুকুর থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। রবিবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হল মালদার মানিকচক থানার মথুরাপুর নিমনগর এলাকায়। জানা গেছে, মৃত ব্যক্তির নাম কৃষ্ণ মন্ডল। বয়স ৪০ বছর। বাড়ি মথুরাপুর নিমনগর গ্রামে।তিনি মাঝেমধ্যে শ্রমিকের কাজ করতে যেতেন। আবার বাড়িতে থাকাকালীন মথুরাপুর সাপ্তাহিক হাটে চায়ের দোকান করতেন। সেই মতোই তিনি শনিবার মথুরাপুর হাটে দিনভর চায়ের দোকান করেন। কিন্তু দোকান করার পর রাতে আর বাড়ি ফেরেন নি। পরিবারের লোকজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন হদিশ পাননি। এরপর রবিবার সাত সকালে গ্রাম থেকে সামান্য কিছুটা দূরেই রাস্তার পাশে এক পুকুরের মধ্যে তার মৃতদেহ ভাসতে দেখতে পান গ্রামবাসীরা। সেই সঙ্গে লক্ষ্য করেন পুকুরের পাশে তার সাইকেল পড়ে রয়েছে। স্বভাবতই এই ঘটনাকে ঘিরে এলাকায় জোর চাঞ্চল্য ও সোরগোল তৈরি হয়। ঘটনায় পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। পরিবারবর্গ সহ গ্রামবাসীরা জানান, কৃষ্ণ মন্ডল প্রচন্ড মদ্যপান করত। সম্ভবত রাতে মদের নেশায় চুর হয়ে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময় কোনভাবে রাস্তার পাশে পুকুরে পড়ে যান। ফলে পুকুরের জলে ডুবে তার মৃত্যু হয়। তবে পুকুরে পড়ে মৃত্যু, নাকি অন্যকিছু তা খতিয়ে দেখতে মানিকচক থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here