পথ দুর্ঘটনায় মৃত্যু এক, আহত এক তপনে

0
116

পথ দুর্ঘটনায় মৃত্যু এক, আহত এক তপনে


শীতল চক্রবর্তী, বালুরঘাট — দক্ষিণ দিনাজপুর।
রাতে বাইক নিয়ে বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল এক যুবক। গুরুতর জখম হয়েছে তার আর এক বন্ধু। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার ডকলাইন এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে পরিবারসহ গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পরিবার সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম অরিন্দম চৌধুরী (২৫)।বাবা অসীম চৌধুরী,তার বাড়ি গঙ্গারামপুর থানার দুর্গাবাড়ীপাড়া এলাকায়।
জানা গিয়েছে, গতকাল রাত্রে অরিন্দম ও তার এক বন্ধু বাইক নিয়ে ঘুরতে বের হয়। তপন থেকে বাড়ি ফেরার পথে ডকলাইন এলাকায় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালভাটে ধাক্কা মারলে দু’জনেই ছিটকে পড়ে যায়। এতে মাথায় গুরুতর আহত হন অরিন্দম ও তার বন্ধু।
স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দু’জনকে উদ্ধার করে গঙ্গারামপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা অরিন্দমকে মৃত বলে ঘোষণা করেন।
এমন ঘটনার খবর পেতেই কান্নায় ভেঙে পড়েছেন মৃতের পরিবার,পরিজন এবং এলাকাবাসীরা।
আইসি জানিয়েছেন,”পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here