শিলিগুড়িতে ভুয়ো তদন্তকারীর নাটক ফাঁস,গ্রেফতার তিন

0
48

NIA-র নামে প্রতারণা!শিলিগুড়িতে ভুয়ো তদন্তকারীর নাটক ফাঁস,গ্রেফতার তিন।
শিলিগুড়ি:-

জাতীয় তদন্ত সংস্থার (NIA) পরিচয় ব্যবহার করে শিলিগুড়ি শহরে দাপিয়ে বেড়াচ্ছিল তিন যুবক।তদন্তের নামে ঘরে ঘরে গিয়ে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠতেই নড়েচড়ে বসে পুলিশ।শেষ পর্যন্ত স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) এবং ডিটেকটিভ ডিপার্টমেন্টের যৌথ অভিযানে ধরা পড়ল তিন ভুয়ো অফিসার।সূত্রের খবর,মাটিগাড়া থানা এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে ‘তদন্তে’ যায় ওই তিনজন। সেখানে নিজেদের NIA অফিসার দাবি করে নথি যাচাইয়ের নামে ভয় দেখিয়ে আদায় করা হয় এক লক্ষ টাকা।এরপর আবার উপরোক্ত দাবি করায় সন্দেহ জাগে ওই ব্যবসায়ীর।তিনিই প্রথম পুলিশকে বিষয়টি জানান।অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।দ্রুত পরিকল্পনা করে অভিযান চালায় SOG ও DD।অভিযানের সময় তিনজনকে গ্রেফতার করা হয়।ধৃতরা হল-এসান আহমেদ,রেহান বাবর এবং মানিক রায়।তাদের মধ্যে দু’জনের বাড়ি পান্জিপাড়া,আরেকজন শিলিগুড়িতে।পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি ছোট গাড়ি,একটি স্কুটি,নগদ ১৩হাজার টাকা এবং ছ’টি মোবাইল ফোন।ভুয়ো পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা চালানো হচ্ছিল কি না,তা খতিয়ে দেখা হচ্ছে।রবিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হবে।রিমান্ডে নিয়েই জিজ্ঞাসাবাদ চালাতে চাইছে ডিটেকটিভ ডিপার্টমেন্ট।তদন্তকারীদের দাবি-আরও বড় চক্র যুক্ত থাকতে পারে,খতিয়ে দেখা হচ্ছে সবদিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here