দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির উদ্যোগে বাণগড়কে কেন্দ্র করে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান

0
38

দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির উদ্যোগে বাণগড়কে কেন্দ্র করে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান
শীতল চক্রবর্তী, বালুরঘাট ২২ নভেম্বর দক্ষিণ দিনাজপুর।বিশ্ব ঐতিহ্য সপ্তাহ (১৯–২৫ নভেম্বর) উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার ১৫নম্বর ওয়ার্ডের ঐতিহাসিক বাণগড় এলাকায় দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির উদ্যোগে শনিবার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ নিয়ে বিস্তৃত আলোচনা হয়।বাণগড়ের উন্নয়ন ও সংরক্ষণকে ইস্যু করে তিনটি গুরুত্বপূর্ণ সমস্যা ও তার সমাধানের দিক তুলে ধরা হয় বিশিষ্টজনদের মুখ থেকে ।পাশাপাশি অনুষ্ঠিত হয় ‘ঐতিহ্য আড্ডা’,যেখানে ঐতিহ্য রক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে সাধারণ নাগরিকের ভূমিকা বিশেষভাবে আলোচিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির সভাপতি তুহিনশুভ্র মণ্ডল বলেন,
“বাণগড় যদি সঠিকভাবে সাজানো ও সংরক্ষণ করা যায়, তবে বহু মানুষের কর্মসংস্থান হবে।সেই কারণেই প্রতিবছর বিশ্ব ঐতিহ্য সপ্তাহ আমরা যথাযোগ্য ভাবেই পালন করি।”
বঙ্গরত্ন সম্মানপ্রাপ্ত সাহিত্যিক সুকুমার সরকার ও অধ্যাপক অভিজিৎ সরকারেরা বলেন”বাণগড়কে ঘিরে একটি পর্যটন কেন্দ্র তৈরি করা হোক এই আমাদের দাবি।এতে জেলার পরিচিতি যেমন বাড়বে, তেমনই স্থানীয়দের অর্থনৈতিক উন্নয়নও সম্ভব হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here