জেলা বিদ্যালয় ক্রীড়া পর্ষদের সহযোগিতায় অনুষ্ঠিত আন্তঃজেলা অনূর্ধ্ব–১৭ বালিকা স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল নদীয়া জেলা
শীতল চক্রবর্তী, বালুরঘাট | ২০ নভেম্বর
রাজ্য বিদ্যালয় ক্রীড়া পর্ষদের উদ্যোগে এবং দক্ষিণ দিনাজপুর জেলা বিদ্যালয় ক্রীড়া পর্ষদের সহযোগিতায় অনুষ্ঠিত আন্তঃজেলা অনূর্ধ্ব–১৭ বালিকা স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল নদীয়া জেলা।
বৃহস্পতিবার গঙ্গারামপুর ইন্দ্রনারায়নপুর কলোনি ক্রিকেট মাঠে আয়োজিত ফাইনাল ম্যাচে নদীয়া জেলা ৯ উইকেটে পরাজিত করে হুগলি জেলাকে।
প্রথমে ব্যাট করে হুগলি জেলা ১৪.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৪০ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৮ রান করেন ঐশিকি বাগুই। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নদীয়া জেলার ঈশিতা সাহা, যিনি মাত্র ২ রান খরচে ৩ উইকেট নেন।
জবাবে নদীয়া জেলা ৬.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৪ রান তুলে জয় ছিনিয়ে নেয়। দলের পক্ষে সর্বোচ্চ ১৩ রান করেন রিয়া রায় ও স্মৃতি গোস্বামী। অপরাজিত ৯ রান করেন হিয়া রায়। হুগলি জেলার হয়ে ঐশিকি বাগুই ৮ রান দিয়ে নেন ১ উইকেট।
অপরদিকে গঙ্গারামপুর স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে উত্তর ২৪ পরগনা জেলা ৯ উইকেটে পরাজিত করে বীরভূম জেলাকে।
প্রথমে ব্যাট করে বীরভূম জেলা ১৪.৩ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৪৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৮ রান করেন তানিয়া দাস।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন উত্তর ২৪ পরগনা জেলার মৌলি ঘোষ, যিনি ১০ রান খরচে ৫ উইকেট দখল করেন।
জবাবে উত্তর ২৪ পরগনা জেলা ৮ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৫ রান তুলে জয় নিশ্চিত করে। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন ওড়িশা আফরোজ। অপরাজিত ১৪ রান করেন জয়িতা বিশ্বাস। বীরভূম জেলার হয়ে শাবনুর ১৪ রান দিয়ে নেন ১ উইকেট। এ বিষয়ে গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন,”এমন খেলাধুলার ফলে ছাত্র-ছাত্রীদের মনের বিকাশ ঘটবে।” খেলা দেখতে ভিড় হয়েছিল ব্যাপক।


















