গঙ্গারামপুরে রেশন দোকান স্থানান্তর রুখতে রাজ্য সড়ক অবরোধ

0
35

গঙ্গারামপুরে রেশন দোকান স্থানান্তর রুখতে রাজ্য সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল বড়বাজার এলাকা
শীতল চক্রবর্তী বালুরঘাট ২০ নভেম্বর।রেশন দোকান অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তাবের বিরুদ্ধে এবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন কয়েক শতাধিক গ্রাহক। বৃহস্পতিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের ৭নম্বর ওয়ার্ডের বড় বাজার এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে,গঙ্গারামপুরের বড় বাজারে প্রায় ৭০বছর ধরে চলছে একটি রেশন দোকান।একসময় দোকানটি পরিচালনা করতেন গিরিন্দ্রনাথ রায়। তিনি দায়িত্ব ছেড়ে দিলে ২০০৭সাল থেকে অতিরিক্ত দায়িত্ব পান কমলেশ ফৌজদার।দীর্ঘদিন ধরে তিনিই এলাকার গ্রাহকদের রেশন পরিষেবা দিয়ে আসছেন।
২০২২ সালে খাদ্য ও সরবরাহ দপ্তর নতুন করে ডিলারশিপ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করে।তাতে অনেকেই আবেদন করেন এবং সায়ন সূত্রধর লাইসেন্স পান বলে স্থানীয় সূত্রে জানা যায়। অভিযোগ, লাইসেন্স পাওয়ার পর তিনি রেশন দোকানটি বড় বাজার এলাকা থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যেতে চান।আর এতেই ক্ষোভে ফেটে পড়েন বড় বাজার, সাহাপাড়া, ডাক বাংলো পাড়া সহ আশপাশের বহু গ্রাহক।
রেশন দোকানের স্থান পরিবর্তনের প্রতিবাদে বুধবার দোকানের সামনে বিক্ষোভে শামিল হন গ্রাহকরা।পরে বৃহস্পতিবার বেলা প্রায় ১১টা ৪৫ মিনিটে কয়েক শতাধিক রেশন গ্রাহক গঙ্গারামপুর–তপন রুটে রাজ্য সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ দেখান।তাদের দাবি,বড় বাজারের ৭০ বছরের পুরোনো রেশন দোকান অন্যত্র সরানো চলবে না। বর্তমান স্থান থেকেই রেশন বিলি চালু রাখতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তাঁরা।
অবরোধের খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অবরোধের জেরে পথ আটকে পড়ে বহু দূর-দূরান্তের যাত্রীরা দুর্ভোগে পড়েন। রেশন গ্রাহক পুলক সাহ,বাবু চৌধুরীরা অভিযোগ করে বলেন,”আমরা চাই এখানেই রেশন দোকান থাক সেই কারণেই এমন অবরোধে নামা হয়েছে।” গঙ্গারামপুর ব্লক খাদ্য দপ্তরের আধিকারিক জানিয়েছেন,”বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here