নুরপুর স্ট্যান্ডে মর্মান্তিক দুর্ঘটনা: দুই যুবকের দ্রুতগতির বাইকের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির।
শীতল চক্রবর্তী বালুরঘাট ১৯ নভেম্বর ।দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার নুরপুর স্ট্যান্ডে দুই যুবকের দ্রুতগতির বাইকের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম চরণ বর্মন (৬৫)।তার বাড়ি বংশীহারী থানার ছোট করই এলাকায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বংশীহারীর দিক থেকে দুই যুবক প্রচণ্ড দ্রুতগতিতে বাইক চালিয়ে মহিপালের দিকে যাচ্ছিল।সেই সময় নুরপুর স্ট্যান্ডে চরণ বর্মনকে সজোরে ধাক্কা মারে বাইকটি।
ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার করে তাঁকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান।সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজে রেফার করেন। কিন্তু মালদা পৌঁছানোর আগেই গজল এলাকায় অ্যাম্বুল্যান্সের ভিতরেই মৃত্যু হয় তাঁর। পরে দেহটি রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
এলাকার দুই বাসিন্দা আব্দুল লতিফ ও ইমরান হোসেন জানান, “দুই যুবক অত্যন্ত দ্রুতগতিতে ও মধ্যক অবস্থায় বাইক চালাচ্ছিল। আমাদের দোকানের সামনে এসে তাঁদের বাইকটি ওই ব্যক্তিকে সজোরে ধাক্কা মারে। হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।” বংশীহারী থানার আইসি জানিয়েছেন,”পুলিশ মেঝেতে উদ্ধার করেছে পুরো ঘটনার তদন্ত চলছে।”

















